Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফ্রান্সের বিপক্ষে গোল পাবেন লুকাকু?


১০ জুলাই ২০১৮ ১৪:২৯ | আপডেট: ১০ জুলাই ২০১৮ ১৪:৩১

Kazan, Russia – July 6 : Romelu Lukaku forward of Belgium during the FIFA 2018 World Cup Russia Quarter-final match between Brazil and Belgium at the Kazan Arena Stadium on July 6, 2018 in Kazan, Russia, 6/07/2018 ( Photo by Jimmy Bolcina / Photonews via Getty Images)

।। স্পোর্টস ডেস্ক ।।

গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে চার গোল করে বেশ চমক দিয়েছিলেন বেলজিয়ান তারকা ফরোয়ার্ড রোমালু লুকাকু। এরপর গ্রুপ পর্বের শেষ ম্যাচে ছিলেন বিশ্রামে। তবে শেষ ষোলো, আর শেষ আটের ম্যাচে নেমে আর গোলের দেখা পাননি তিনি। তবে সেমিফাইনালের ম্যাচে ফ্রান্সের বিপক্ষে গোল করতেই মাঠে নামবেন বলেই জানিয়েছেন বেলজিয়ামের এই তারকা।

চলতি আসরে এখন পর্যন্ত ৪টি গোল করে গোল্ডেন বুটের দৌড়ে ইংল্যান্ড স্ট্রাইকার হ্যারি কেইনের পরেই আছেন লুকাকু। তবে শেষ দুই ম্যাচে জাপান ও ব্রাজিলের বিপক্ষে গোলের দেখা পাননি তিনি। অবশ্য, এজন্য নিজের ভুলকেই দায়ী করছেন বেলজিয়ামের এই সেনসেশন। তবে, ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালের বিপক্ষে ম্যাচে গোলের ক্ষুদা নিয়েই যে মাঠে নামবেন, সেটা বুঝাই যাচ্ছে।

গোল পেতে মাঠে নামার জন্য প্রস্তুত বলেই জানিয়েছেন লুকাকু, ‘আশা করি সেমিফাইনালের ম্যাচে গোল পাবো। লক্ষ্য একটাই, গোল করা।’

এবারের আসরে দুর্দান্ত খেলেছেন বেলজিয়ামের এই ফরোয়ার্ড। শুরু থেকেই সেটাই দেখিয়েছেন। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে পানামার বিপক্ষে জোড়া গোল করার পর, দ্বিতীয় ম্যাচে তিউনিশিয়ার বিপক্ষেও করেছেন দু’টি গোল। তবে গ্রুপ পর্বের শেষ ইংল্যান্ডের বিপক্ষে তাকে বিশ্রামেই রেখেছিলেন কোচ রবের্তো মার্টিনেজ। তবে আসরের সেমিতে ওঠার ক্ষেত্রে তার অবদান ছিল অনেকটাই।

অবশ্য, ফ্রান্সের বিপক্ষে এই ম্যাচে লুকাকু যে অঘটন ঘটিয়ে দিতে পারেন, সেটা বলাই যায়। তবে, গ্রিজমান-পগবাদের রক্ষণভাগে তিনি কতটা আক্রমণ করতে পারেন, সেটাই দেখতে অপেক্ষায় থাকতে হবে।

 

সারাবাংলা/এসএন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর