Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘এমবাপের উত্থান মেসির মতোই’


১০ জুলাই ২০১৮ ১৭:২৬ | আপডেট: ১০ জুলাই ২০১৮ ১৭:২৭

।। স্পোর্টস ডেস্ক ।।

মঙ্গলবার (১০ জুলাই) রাতেই রাশিয়া বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মাঠে নামছে বেলজিয়াম-ফ্রান্স। দু’দলই লড়াই চালাবে ফাইনালে যেতে। তবে এর আগেই ফ্রান্স তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপেকে নিয়ে প্রশংশায় মেতেছেন বেলজিয়াম উইঙ্গার নাচের শাডলি। এমবাপের উল্কার মতো বেড়ে ওঠাকে অনেকটা মেসির মতোই দেখছেন বেলজিয়াম এই ফুটবলার।

শেষ ষোলোতে জাপানের বিপক্ষে মাঠে নেমে শাডলি জয়সূচক গোলটি করেছিলেন শাডলি। এরপর ব্রাজিলের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ম্যাচেও ছিলেন তিনি। ২৮ বছর বয়সী বেলজিয়ামের এই তারকা এবার নামবেন ফরাসীদের বিপক্ষে। তবে এই ম্যাচের আগে ১৯ বছর বয়সী এমবাপের জাদুতে মুগ্ধ হওয়ার কথাই শোনালেন তিনি, ‘এমবাপে ওর বয়সে যা করছে, তা এর আগে আমি দেখিনি। সম্ভবত মেসি ছাড়া।’

এমবাপেকে থামানো যে কঠিন, সেটাও বলে রাখলেন শাডলি, ‘এমবাপেকে থামানো কষ্টসাধ্য। দুর্দান্ত গতি, পর্যাপ্ত গুণ আর কৌশলগত দিক থেকেও সে অনেকটাই এগিয়ে।’

শুধু শাডলিই নন, এমবাপের পারফরম্যান্সে মুগ্ধ বেলজিয়াম তারকা স্ট্রাইকার এডেন হ্যাজার্ডও। ২৭ বছর বয়সী এই তারকা অনেকটা ভক্তই হয়ে গেছেন ফ্রেঞ্চ তারকার, ‘ফোনে আমাদের মধ্যে বেশকয়েকবার কথা হয়েছে। কিলিয়ান আমাকে বলেছিল, যখন সে ছোট ছিল তখন আমার খেলার ভিডিও দেখত। আমি ঠিক নিশ্চিত নই, আমি বুড়ো কিনা। এখন আমি নিয়মিত ওর (এমবাপে) ভিডিও দেখি। ওর যেভাবে খেলছে, ওর খেলার প্রতি দিনদিন সম্মান বেড়েই চলেছে।’

 

সারাবাংলা/এসএন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর