মুক্তি পাওয়া থাই কিশোরদের আমন্ত্রণ জানিয়েছে ম্যান ইউনাইটেড
১০ জুলাই ২০১৮ ১৮:৫২
স্পোর্টস ডেস্ক।।
১৭ দিন ধরে গুহার ভেতর আটকা পড়ে ছিল তারা। ঘুটঘুটে অন্ধকারে বন্দিই হয়ে ছিল ১২ জন থাই ফুটবলার ও তাদের কোচ। অবশেষে অবিশ্বাস্য এক অভিযান শেষে সেই কিশোরদের আজ উদ্ধার করা হয়েছে। ম্যানচেস্টার ইউনাইটেড এক বিবৃতিতে সেই থাই কিশোরদের দল ‘ওয়াইল্ড বোরস’ ও উদ্ধার অভিযানের সঙ্গে জড়িত সবাইকে ওল্ড ট্রাফোর্ডে খেলা দেখার আমন্ত্রণ জানিয়েছে।
দীর্ঘদিন আটকে থাকার পর যখন তাদের খোঁজ পাওয়া গেল, তখনই ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছিলেন, কিশোররা মুক্তি পেলে তাদের বিশ্বকাপ ফাইনালে নিয়ে আসার চেষ্টা করা হবে। এই মুহূর্তে সেটির সম্ভাবন খুবই কম। মাত্র উদ্ধার করা হয়েছে, অনেক দিন খাওয়া-পানি জোটেনি ঠিকমতো। কিশোরদের তাই বেশ কিছুদিন পর্যবেক্ষণে রাখা হবে। ১৫ জুলাইয়ের ফাইনালে তাদের দেখার সম্ভাবনা আপাতত কম।
সেটা না হলেও ম্যানচেস্টার ইউনাইটেডের পক্ষ থেকে আমন্ত্রণ পেয়েই গেল দলটি। হয়তো পাবে ইউরোপের আরও অনেক বড় ক্লাব ও জাতীয় দলের কাছ থেকে। এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে ‘শক্তিশালী’ দল যে এই অদম্য থাই কিশোররাই!
সারাবাংলা/ এএম