Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাম্যবাদের মন্ত্রে মাঠে নামবে নেপোলিয়নের দেশ


১০ জুলাই ২০১৮ ২০:২৬ | আপডেট: ১০ জুলাই ২০১৮ ২১:০০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্পোর্টস ডেস্ক

ইউরোপের ঐতিহ্যের দেশ ফ্রান্স। জাতিগত বৈচিত্র্যে সমৃদ্ধ ইউরোপের এই উর্বর ভূমির নাম ল্যান্ড অব ফ্রান্স বা ফ্রাংকদের ভূমি। কালের আবর্তে ‘ব্লাঁ, ব্ল্যাক, বিউর’ অর্থাৎ ‘শ্বেতাঙ্গ, কৃষ্ণাঙ্গ ও আরব’- সাম্যবাদের এই মন্ত্রে দেশটি পরিণত হয়েছে অভিবাসীদের তীর্থস্থানে। ফ্রান্সের ফুটবলেও আছে সেই ছাপ।

আজ মঙ্গলবার সেন্ট পিটার্সবার্গে বিশ্বকাপের প্রথম সেমি-ফাইনাল এই সাম্যবাদের মন্ত্রেই বিশ্ব মাতোয়ারা হবে কি না তা বলার সময় এখনো হয়নি। তবে এখন থেকেই নানা বর্ণের ফরাসি সমর্থকে ভরে উঠেছে স্টেডিয়ামটি। জাতীয় পতাকা নিয়ে হাজির সবাই। এমবাপে, গ্রিজম্যান, ভারানেদের নিয়ে অবিরাম জয়গান।

বিজ্ঞাপন

অবশ্য যাদের সঙ্গে লড়ছে তারাও কম কেউ নন। বেলজিয়ামের রক্ষণে আছেন কোম্পানি, মধ্যমাঠে ডি ব্রুইনদের সাথে আক্রমণে হ্যাজার্ড, লুকাকু। আক্রমণে দু’জন এক হলে প্রতিপক্ষের জন্য কেমন বিপদ হতে পারে, সেটা এর মধ্যেই দেখিয়ে দিয়েছেন তারা। নিজেদের সামর্থ্য এরই মধ্যে বেশ ভালভাবেই দেখিয়েছে বেলজিয়ানরা। ১৯৮৬ সালের পর এবার সেমিতে ওঠা দলটি এবার অবশ্য সেরাটাই পেতে লড়বে।

এদিকে এবারের আসরে ফেভারিট হয়েই এসেছিল ফ্রান্স। বিশ্বকাপে এ নিয়ে ৬ বার সেমিতে খেলতে নামছে ফরাসিরা। কোচের দায়িত্বে দিদিয়ের দেশম যেভাবে কাজ চালিয়ে যাচ্ছেন, তাতে অনেক কিছুই আশা করা যেতে পারে।

তারুণ্যে ভরা দলটিতে আছেন উসমান দেম্বেলে, নাবিল ফেকির, থোভিনরা। আর আক্রমণে পগবা-গ্রিজমানরা তো আছেনই। তাই বেলজিয়ামের বিপক্ষে হয়তো বড় চমক দেখাতে পারে দেশমের ছাত্ররা।

সারাবাংলা/ এসবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর