Wednesday 22 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিসেম্বরে শ্রীলংকা-পাকিস্তানের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ!

স্পোর্টস করেসপন্ডেন্ট
২২ অক্টোবর ২০২৫ ২২:১২

এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলছে বাংলাদেশ। এই সিরিজ শেষে বাংলাদেশ সফরে আসবে আয়ারল্যান্ডস ক্রিকেট দল। ডিসেম্বরের প্রথম সপ্তাহে শেষ হওয়ার কথা আয়ারল্যান্ডস সিরিজ। জানা যাচ্ছে, তারপর শ্রীলংকায় অনুষ্ঠিত হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজ খেলতে যাবে বাংলাদেশ দল!

বিশ্বকাপকে সামনে রেখে ডিসেম্বরে একটা ত্রিদেশীয় সিরিজের আয়োজন করতে যাচ্ছে শ্রীলংকা। ইতোমধ্যেই পাকিস্তান সেই সিরিজ খেলতে সম্মতি দিয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র জানাচ্ছে, সেই সিরিজ খেলার বিষয়ে বাংলাদেশের সঙ্গেও যোগাযোগ করে যাচ্ছিল শ্রীলংকান ক্রিকেট বোর্ড। মৌখিকভাবে সেই প্রস্তাবে রাজি হয়েছে বিসিবি।

বিজ্ঞাপন

আগামী বোর্ড মিটিংয়ে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে লংকান ক্রিকেট বোর্ডকে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে বিসিবির সূত্রটি।

আগামী ফেব্রুয়ারি-মাচে মাঠে গড়াতে যাচ্ছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারতের সঙ্গে সহ-আয়োজক হিসেবে থাকছে শ্রীলংকা। বিশ্বকাপের জন্য স্টেডিয়াম সংস্কারের কাজ করতে পিছিয়ে দেওয়া হয়েছে লংকান প্রিমিয়ার লিগ (এলপিএল)। তবে এলপিএল পিছিয়ে গেলেও ক্রিকেটাররা যাতে খেলার মধ্যে থাকতে পারেন সেই লক্ষ্যে ত্রিদেশীয় সিরিজটি আয়োজন করতে চায় শ্রীলংকা।

এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ। সিরিজে ১-১ ব্যবধানে সমতা চলছে। প্রথম ম্যাচটি জিতেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচটি সুপার ওভারে গিয়ে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডে সিরিজ শেষে তিন ম্যাচের একটা টি-টোয়েন্টি সিরিজও খেলবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

বড় সু-খবর পেলেন রিশাদ
২২ অক্টোবর ২০২৫ ২১:৪৪

আরো

সম্পর্কিত খবর