ঢাকার শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বুধবার শুরু হয়েছে সেন্ট্রাল এশিয়া ভলিবল অ্যাসোসিয়েশন (কাভা) কাপ। ছয় জাতির এই আন্তর্জাতিক টুর্নামেন্টে দুর্দান্ত সূচনা করেছে স্বাগতিক বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচেই মালদ্বীপকে কোনো সুযোগ না দিয়েই ৩-০ সেটে সহজ জয় তুলে নিয়েছে লাল-সবুজের দল।
বাংলাদেশ তিনটি সেট জিতেছে যথাক্রমে ২৫-২১, ২৫-১৩ এবং ২৫-২১ পয়েন্টে। শুরু থেকেই ম্যাচে আধিপত্য ধরে রাখে স্বাগতিকরা। দিনের অন্য দুই ম্যাচেও দেখা গেছে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। তুর্কমেনিস্তান ৩-০ সেটে সহজেই হারিয়েছে নেপালকে। আর শ্রীলংকা ও আফগানিস্তানের মধ্যকার হাড্ডাহাড্ডি লড়াইয়ে শ্রীলংকা জয় পেয়েছে ৩-২ সেটে।
টুর্নামেন্টের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম। সভাপতিত্ব করেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি ফারুক হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব সেলিম ফকির ও জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন ফেডারেশনের সাধারণ সম্পাদক বিমল ঘোষ ভুলু। উদ্বোধনী অনুষ্ঠান শেষে আয়োজিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যা আয়োজিত করে বাংলাদেশ ভলিবল ফেডারেশন।
আন্তর্জাতিক এই টুর্নামেন্ট চলবে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত। অংশ নিচ্ছে ছয়টি দেশ—বাংলাদেশ, মালদ্বীপ, শ্রীলংকা, নেপাল, তুর্কমেনিস্তান ও আফগানিস্তান। স্বাগতিকদের এমন জয়ে ভক্তদের প্রত্যাশাও এখন অনেকটাই বেড়ে গেছে।