ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চোট কাটিয়ে দলে ফিরেছেন টি-টোয়েন্টি দলের নিয়মিত অধিনায়ক লিটন দাস। বাদ পরেছেন অলরাউন্ডার সাইফউদ্দিন।
এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ। আজ সিরিজের তৃতীয় ম্যাচ। এই সিরিজ শেষে চট্টগ্রামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল।
গত এশিয়া কাপ টি-টোয়েন্টির সময় চোটে পড়েন নিয়মিত অধিনায়ক লিটন দাস। ইনজুরির কারণে ভারত, পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ দুটি ম্যাচ খেলতে পারেননি বাংলাদেশ অধিনায়ক। তারপর আফগানিস্তান সিরিজও খেলতে পারেননি তিনি। ইনজুরি কাটিয়ে অবশেষে দলে ফিরলেন টপ অর্ডার ব্যাটার।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে ২৭ অক্টোবর, দ্বিতীয় ম্যাচ ২৯ অক্টোবর। তৃতীয় টি-টোয়েন্টি মাঠে গড়াবে ৩১ অক্টোবর।
বাংলাদেশ টি-টোয়েন্টি স্কোয়াড: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, নুরুল হাসান সোহান, শেখ মাহেদি, রিশাদ হোসেন, নাসুম আহমেদ. মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।