জুভেন্টাসে রোনালদো, জানালো রিয়াল মাদ্রিদ
১০ জুলাই ২০১৮ ২২:০০ | আপডেট: ১০ জুলাই ২০১৮ ২৩:২৩
।। স্পোর্টস ডেস্ক ।।
শত গুঞ্জনের নিরবতা ঠেলে ঘোষণা এলো। স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ছাড়ছে ক্রিশ্চিয়ানো রোনালদো। ক্লাব লিজেন্ড এই পর্তুগিজ তারকা ইতালি চ্যাম্পিয়ন জুভেন্টাসের সঙ্গে চুক্তি করেছে এমন ঘোষণা দিয়েছে স্প্যানিশ হোয়াইটরা।
রিয়াল মাদ্রিদের অফিসিয়াল পেজে ঘোষণা এসেছে, ‘রোনালদোর ইচ্ছাতেই জুভেন্টাসে যাচ্ছে ক্রিশ্চিয়ানো রোনালদো। চুক্তি সেড়ে ফেলেছে সে।’
ক্লাবের হয়ে রোনালদোর উপস্থিতি ও অবদান নিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে রিয়াল জানায়, কৃতজ্ঞতা প্রকাশ করছি সেই খেলোয়াড়ের জন্য যে বিশ্বের সেরা খেলোয়াড় প্রমাণ করেছে। এবং ক্লাবের সঙ্গে তার ক্লাব ও ফুটবল ক্যারিয়ারের স্বর্ণালী সময়টা পার করেছে।
ট্রফির পর ট্রফি জিতে সে তার নিবেদন, কাজ, দায়িত্ববোধ, মেধা ও উন্নতি প্রকাশ করেছে ৯ বছর রিয়াল মাদ্রিদের হয়ে।
ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড তার। ৪৩৮ ম্যাচে ৪৫১ বার জালে বল জড়িয়েছেন তিনি। ১৬ ট্রফির জিতেছে সে। চারটি ইউরোপিয়ান কাপ (চ্যাম্পিয়নস লিগ), তিনটি টানা এবং চারটি শেষ পাঁচ মৌসুমেই। ব্যক্তিগতভাবে ক্লাবের জার্সি গায়ে চাপিয়ে ৪টা গোল্ডেন বল, দুইটা সেরার পুরস্কার এবং তিনটি গোল্ডেন বুট জিতেছে সে।
সারাবাংলা/জেএইচ