Saturday 25 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাফ অ্যাথলেটিক্সে বাংলাদেশের ব্রোঞ্জ পদক

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৫ অক্টোবর ২০২৫ ২২:৩১

পাকিস্তানকে ছাড়া ভারতের রাঁচিতে চলছে সাফ অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। প্রথম দিন কোনো পদক না পেলেও দ্বিতীয় দিনে অবশেষে হাসি ফুটেছে বাংলাদেশের মুখে—পুরুষদের ৪×১০০ মিটার রিলেতে এসেছে একটি ব্রোঞ্জ পদক।

পাঁচ দলের প্রতিযোগিতায় মো. ইসমাইল, আব্দুল মোতালেব, তারেক রহমান ও লুসাদ ইসলাম মিলে ৪০.৮৪ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় স্থান অর্জন করেন। শ্রীলঙ্কা ৩৯.৯৯ সেকেন্ডে স্বর্ণপদক এবং ভারত ৪০.৬৫ সেকেন্ডে রৌপ্য জেতে।

পুরুষ রিলের পরপরই অনুষ্ঠিত হয় নারী ৪×১০০ মিটার রিলে। অল্পের জন্য পদক হাতছাড়া করে বাংলাদেশ দল। ৪৮.২১ সেকেন্ড সময় নিয়ে তারা চতুর্থ স্থানে থাকে, যেখানে তৃতীয় হওয়া মালদ্বীপের সময় ছিল ৪৭.৭৯ সেকেন্ড।

বিজ্ঞাপন

প্রথম একশ মিটার পর্যন্ত বাংলাদেশের স্প্রিন্টাররা এগিয়ে থাকলেও ব্যাটন বদলের সময় কিছুটা পিছিয়ে পড়েন। শেষ ধাপে ব্যাটন পান দেশের দ্রুততম মানবী শিরিন আক্তার, তবে প্রত্যাশিত ফিনিশিং দিতে না পারায় পদক হাতছাড়া হয়।

দিনের অন্য ইভেন্টগুলো—৪০০ মিটার নারী ও পুরুষ স্প্রিন্ট, হাই জাম্প, ডিসকাস থ্রো এবং ১১০ মিটার হার্ডলসে—বাংলাদেশ কোনো পদক জিততে পারেনি। আগামীকাল লং জাম্প ও ৪×৪০০ মিটার নারী-পুরুষ ইভেন্ট অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সেখানে দ্বিতীয় পদকের খোঁজ করবে।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর