Saturday 25 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতে বিশ্বকাপ খেলতে আসা দুই অস্ট্রেলিয়ান নারী ক্রিকেটারের শ্লীলতাহানি

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৫ অক্টোবর ২০২৫ ২৩:১৭ | আপডেট: ২৫ অক্টোবর ২০২৫ ২৩:১৮

নারী ক্রিকেট বিশ্বকাপ খেলতে ভারতে আসার দুই অস্ট্রেলিয়ান নারী ক্রিকেটারের শ্লীলতাহানির ঘটনা ঘটেছে। অভিযোগে বলা হয়েছে, এক মোটরসাইকেল আরোহী ক্রিকেটারদের ‘অযাচিতভাবে স্পর্শ’ করেছেন। এদিকে, এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত বুধবার ইন্দোরের হোলকার স্টেডিয়ামে ইংল্যান্ডকে হারায় বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করা অস্ট্রেলিয়া নারী দল। পরের দিন সকালে ক্যাফেতে যাওয়ার উদ্দেশ্যে বের হন অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটার। তখনই সেই অনাকাঙ্খিত ঘটনা ঘটে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার বিবৃতিতে বলা হয়, ‘সিএ নিশ্চিত করছে, অস্ট্রেলিয়া নারী দলের দুজন সদস্য ইন্দোরে একটি ক্যাফেতে হেঁটে যাওয়ার সময় একজন মোটরসাইকেল আরোহী তাঁদের অনুপযুক্তভাবে স্পর্শ করেন। দলের নিরাপত্তা কর্মকর্তারা বিষয়টি পুলিশকে জানিয়েছেন, তাঁরা বিষয়টি সামলাচ্ছেন।’

বিজ্ঞাপন

‘দৈনিক ভাস্কর’-এর খবরে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি দুই ক্রিকেটারকে অনুসরণ করেন। হাত দিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি করেন এবং একজনকে জড়িয়ে ধরার চেষ্টাও করেন। ভারতের সংবাদমাধ্যমাগুলোতে বলা হচ্ছে, সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে শনাক্ত এবং গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তের নাম আকিল খান। অস্ট্রেলিয়া দলের নিরাপত্তা ব্যবস্থাপক ড্যানি সিমন্স সেদিন সন্ধ্যায়ই এমআইজি থানায় অভিযোগ দায়ের করেন।

মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমপিসিএ) জানিয়েছে, এমন ঘটনা দুর্ভাগ্যজনক। পাশাপাশি খেলোয়াড়েরা কীভাবে নিরাপত্তা বলয়ের বাইরে গেলেন, সেটা খতিয়ে দেখা হচ্ছে।

ভারতের অনুষ্ঠিত হচ্ছে এবারের নারী ওয়ানডে বিশ্বকাপ। ৬ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর