Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফাইনালের টিকিট কেটে ফরাসিদের অন্যরকম রেকর্ড


১১ জুলাই ২০১৮ ০২:২৬

।। স্পোর্টস ডেস্ক ।।

র‌্যাংকিংয়ের তিন নম্বর দল বেলজিয়ামকে ১-০ গোলে হারিয়ে রাশিয়া বিশ্বকাপের প্রথম দল হিসেবে ফাইনালে উঠেছে ফ্রান্স। আর শিরোপা নির্ধারণী ম্যাচের টিকিট কেটে দারুণ এক রেকর্ডকে বাড়িয়ে নিয়েছে ফরাসিরা। নিজেদের বিশ্বকাপ ইতিহাসে তৃতীয়বারের মতো ফাইনালের স্বাদ নেবে ফরাসিরা।

বিশ্বকাপের ফাইনালে খেলা দলগুলোর মধ্যে সর্বোচ্চ তালিকা তৈরি করলে সেখানে ষষ্ঠ দল হিসেবে জায়গা করে নিয়েছে ফ্রান্স। সর্বোচ্চ আটবার ফাইনালে খেলেছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। ২১ বিশ্বকাপের সবগুলোতেই অংশ নেওয়া একমাত্র দল ব্রাজিল ফাইনালে খেলেছে দ্বিতীয় সর্বোচ্চ ছয়বার।

তবে, বিশ্বকাপের ফাইনালে ছয়বার খেলেছে জার্মানির সঙ্গে দ্বিতীয় সর্বোচ্চ চারবার শিরোপা জেতা ইতালি। এবার বিশ্বকাপের আসরে সুযোগ হয়নি ইতালিয়ানদের। দুইবার বিশ্বকাপ জেতা আর্জেন্টিনা ফাইনালে খেলেছে পাঁচবার। আর এই বিশ্বকাপে ইতালির মতো সুযোগ না পাওয়া নেদারল্যান্ডস ফাইনালে খেলেছে তিনবার।

এই তালিকায় নতুন ভাবে নাম লেখালো ফ্রান্স। সর্বোচ্চ ফাইনাল খেলা ষষ্ঠ দল হিসেবে তৃতীয়বারের মতো শিরোপা নির্ধারণী ম্যাচের টিকিট কেটেছে ফরাসিরা। চলমান বিশ্বকাপের দ্বিতীয় সেমি ফাইনালে লড়বে ইংল্যান্ড-ক্রোয়েশিয়া। জয়ী দলকে মস্কোর লুঝনিকিতে লড়তে হবে ফরাসিদের বিপক্ষে।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর