Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিদায়বেলায় রোনালদোর আবেগী এক খোলা চিঠি


১১ জুলাই ২০১৮ ০৩:১৩ | আপডেট: ১৬ জুলাই ২০১৮ ১৯:১৯

।। স্পোর্টস ডেস্ক ।।

সব জল্পনার অবসান, স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে ৯ বছরের সফল মৌসুম কাটিয়ে ১০০ মিলিয়ন ইউরোতে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসে যোগ দিয়েছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। বিদায়বেলায় আবেগী এক খোলা চিঠি লিখেছেন সিআর সেভেন। সেখানে উঠে এসেছে মাদ্রিদে তার অসাধারণ সময় কাটানোর ইতিহাস, ভালোবাসা, স্প্যানিশ ফুটবলের প্রতি তার সম্মান এবং শ্রদ্ধার বিষয়গুলো।

রোনালদোকে দলে টানতে ১০০ মিলিয়ন ইউরোতে চুক্তি পাকাপাকি করে জুভেন্টাস ও রিয়াল মাদ্রিদ। চুক্তিটা ২০২২ সাল পর্যন্ত। এই চার বছরে বাৎসরিক ৩০ মিলিয়ন ইউরো করে বেতন ধরা হয়েছে সিআর সেভেনের। সঙ্গে আনুষাঙ্গিক সুযোগ সুবিধা তো থাকছেই।

বিশ্বকাপের পর অবসর সময় কাটাতে রোনালদো তার পরিবার নিয়ে গ্রীসে অবস্থান করছেন। সেখান থেকে মাদ্রিদে গিয়ে বিদায় জানানো সম্ভব হয়নি তার। রিয়ালকে পাঠিয়ে দিয়েছেন নিজের বিদায়ী চিঠি। সারাবাংলার পাঠকদের জন্য রোনালদোর চিঠিটি তুলে ধরা হলো:

‘রিয়াল মাদ্রিদের হয়ে এতগুলো বছর খেলা, মাদ্রিদের মতো এত সুন্দর একটা শহরে থাকতে পারা আমার জীবনে সবচেয়ে আনন্দময় সময়গুলোর একটি। এই ক্লাব, ক্লাবের সমর্থক, এই শহরের প্রতি ভীষণ কৃতজ্ঞ। আমাকে তারা যেভাবে ভালোবেসেছে, আমার প্রতি যে আবেগ দেখিয়েছে সবাইকে শুধুই ধন্যবাদ দিতে পারি। আমি বিশ্বাস করি, নতুন জীবনে প্রবেশ করার সময় এসেছে। আর যে কারণেই আমি এই দলবদলে মত দিয়েছি। আমি সবার মনের অবস্থা বুঝতে পারছি। বিশেষ করে আমার ভক্তদের। তাই সবার উদ্দেশ্যে হাতজোড় করে অনুরোধ করছি, দয়া করে আমাকে বোঝার চেষ্টা করুন। ক্লাবকে বলেছিলাম আমাকে চলে যাওয়ার অনুমতি যেন তারা দেয়। আমি এর জন্য ক্ষমাপ্রার্থী।’

বিজ্ঞাপন

‘নয়টি অসাধারণ বছর, নয়টি তুলনাহীন বছর। আমার কাছে রোমাঞ্চকর সময় ছিল এটা। একেকটা বছর সম্পূর্ণ আলাদা। বেশ উত্তেজনায় ভরা দীর্ঘ সময় এখানে কাটিয়েছি। কিন্তু কখনো কখনো রিয়াল মাদ্রিদে কাজ করা বেশ কঠিন ছিল। আমার কাছে রিয়াল মাদ্রিদের অনেক প্রত্যাশা থাকায় সময়টা কঠিন ছিল। কারণ তাদের চাহিদা ছিল অনেক বেশি। অবশ্য আমি সেটা ভালো করেই জানতাম বলে এখানে নিজের মতো করে সময় কাটিয়েছি, সব সময়ই সচেতন ছিলাম। এখানে অসাধারণ ফুটবল খেলা যতটা উপভোগ করেছি, কখনোই ভুলব না।’

‘রিয়ালের ড্রেসিংরুম ও মাঠে অসাধারণ সব সঙ্গী পেয়েছি। সবসময় আন্তরিকতায় পূর্ণ একটা ভিড় দেখেছি। আমরা একসঙ্গে টানা তিনটি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছি, পাঁচ বছরে চারটি ট্রফি জিতেছি। ব্যক্তিগতভাবে চারটি ব্যালন ডি’অর ও তিনটি গোল্ডেন বুট জিতেছি। এসবই আমার ক্যারিয়ারে যোগ হয়েছে এই বিশাল ও অসাধারণ এক ক্লাবে খেলেছি বলেই। দুর্দান্ত সব সমর্থকের যে আবেগ সেটা সব সময় টের পেয়েছি। রিয়াল মাদ্রিদ আমার হৃদয়ে জায়গা করে নিয়েছে। আমার পরিবারের হৃদয়েও জায়গা করে নিয়েছে। আর এ কারণেই অন্য যে কোনো সময়ের চেয়েও বেশি করে বলতে চাই, ধন্যবাদ।’

‘ক্লাব সভাপতিকে ধন্যবাদ, বোর্ডকে ধন্যবাদ, আমার সতীর্থদের ধন্যবাদ, সব কোচ, ফিজিও এবং ক্লাবের অসাধারণ সব কর্মীদেরও ধন্যবাদ, যারা ক্লান্তিহীনভাবে সবকিছু সচল রাখছেন, যারা অক্লান্ত পরিশ্রমে সব অসম্ভবকে সম্ভব করেছেন। সব সমর্থক ও স্প্যানিশ ফুটবলের প্রতি আবারও অসংখ্য ধন্যবাদ। এ নয়টি বছরে আমি বিশ্বের সেরা কিছু খেলোয়াড়ের বিপক্ষেও খেলেছি। আমি তাদের প্রতি আমার সম্মান ও শ্রদ্ধা জানাচ্ছি।’

বিজ্ঞাপন

‘রিয়ালে আমি অনেক পেয়েছি। তাই সময় এখন নতুনভাবে কিছু শুরু করার। আমি অনেক লম্বা সময় নিয়ে ভেবেছি এবং এ সিদ্ধান্ত নিয়েছি যে, জীবনে নতুন কিছু শুরু করার সময় এসেছে। আমি রিয়ালের জার্সি ছেড়ে যাচ্ছি কিন্তু যেখানেই থাকি না কেন এই ক্লাব ও সান্তিয়াগো বার্নাব্যু আমার অংশ হয়ে থাকবে। আবারও সবাইকে ধন্যবাদ। এ স্টেডিয়ামে নয় বছর আগে যা বলে শুরু করেছিলাম তাই বলে শেষ করছি- হালা মাদ্রিদ!’

রিয়ালের হয়ে ৯ বছরে দুটি লা লিগা, চারটি চ্যাম্পিয়ন্স লিগসহ মোট ১৫টি শিরোপা জিতেছেন রোনালদো। গ্রিসে ছুটি কাটাতে যাওয়া এই পর্তুগিজ তারকা জুভেন্টাসের সভাপতি আন্দ্রে আগ্নেলির সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। ওই বৈঠকেই ঠিক হয় রিয়াল মাদ্রিদের সঙ্গে নয় মৌসুমের সম্পর্ক চুকিয়ে রোনালদোর জুভেন্টাসে যোগ দেয়ার বিষয়টি।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

চোট কাটিয়ে বিপিএলে ফিরছেন সৌম্য
১৫ জানুয়ারি ২০২৫ ১৬:৩১

৩৬০০ কর্মী ছাঁটাই করবে মেটা
১৫ জানুয়ারি ২০২৫ ১৬:১৮

আরো

সম্পর্কিত খবর