Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মেসির পুনরাবৃত্তি কেইনের ক্ষেত্রেও হবে’


১১ জুলাই ২০১৮ ০৩:৪২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্পোর্টস ডেস্ক ।।

এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন। সেমিফাইনালে ইংলিশ দলপতিই হতে পারেন ক্রোয়েশিয়ার জন্য বড় হুমকি। তবে, আর্জেন্টিনাকে হারিয়ে দেওয়া ক্রোয়েশিয়ার কোচ জ্লাতকো দালিচ বলেছেন, তাদের ডিফেন্স লিওনেল মেসিকে যেমন আটকে রেখেছিল, সেটার পুনরাবৃত্তি কেইনের ক্ষেত্রেও হবে। গ্রুপপর্বে আর্জেন্টিনাকে ৩-০ গোলে হারিয়েছিল দালিচের শিষ্যরা।

গ্রুপ পর্বের ম্যাচে পরিকল্পনার বেড়াজালে মেসিকে আটকে রেখে আর্জেন্টিনার বিপক্ষে ৩-০ গোলের জয় পায় ক্রোয়েশিয়া। ম্যাচের প্রথমার্ধে মেসি বলে টাচ করতে পারেন মাত্র ২০ বার। বার্সেলোনা ফরোয়ার্ড পুরো ম্যাচে অন টার্গেটে শট নিতে পেরেছেন মাত্র একবার। সেটিও ম্যাচের ৬৪ মিনিটে। বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে ক্রোয়েটরা। আর্জেন্টিনার সেরা তারকা মেসিকে একরকম বোতলবন্দি করে রাখা দালিচের শিষ্যরা এবার আটকে দিতে প্রস্তুত চলমান আসরে সর্বোচ্চ ছয় গোল করা কেইনকে।

বিজ্ঞাপন

হ্যারি কেইন

এখন পর্যন্ত ৬ গোল করে বিশ্বকাপের গোল্ডেন বুট জয়ের দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছেন হ্যাটট্রিক করা কেইন। সেমিফাইনালে টটেনহামের এই ফরোয়ার্ডকে আটকানোর ব্যাপারে আশাবাদী ক্রোয়েশিয়ার কোচ দালিচ।

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে দালিচ বলেন, এবারের আসরে দুর্দান্ত পারফরম্যান্স করা খেলোয়াড়দের একজন কেইন। এরমধ্যে সবচেয়ে বেশি গোল তারই। তাকে আটকানো সহজ হবে না। তবে, আমাদের ভালো ডিফেন্ডার ও মিডফিল্ডার আছে। আমরা মেসিকে যেভাবে আটকাতে পেরেছি, ঠিক সেভাবেই কেইনকে আটকাতে পারবো বলে আশা রাখি। মেসি বিশ্বসেরা এবং কেউ একা তাকে থামাতে পারে না। আমাদের দলীয় খেলা তাকে থামাতে পেরেছে। মেসির মতো পাসগুলো থেকে কেইনকে আমাদের বিরত রাখতে হবে।

শেষ ষোলোয় ডেনমার্ক ও কোয়ার্টার ফাইনালে রাশিয়াকে টাইব্রেকারে হারিয়ে ১৯৯৮ সালের পর প্রথমবার সেমিফাইনালে উঠেছে ক্রোয়েশিয়া। ১৯৯০ সালের পর প্রথমবার সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড। সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইংলিশদের এই ম্যাচে ক্রোয়েশিয়া কোচ ভয় পাচ্ছেন না, বরং হুংকার দিয়ে জানিয়েছেন, এখন পর্যন্ত ওদের যত ম্যাচ দেখেছি, ওরা সরাসরি ফুটবল খেলে এবং ওরা বেশ দ্রুতগতির। সেট-পিসে ওরা সত্যিই খুব ভালো। তাদের লম্বা খেলোয়াড়রা কর্নারে বিপজ্জনক। কিন্তু আমাদের শক্তির জায়গায় আমাদের বিশ্বাস আছে। আমরা ইংল্যান্ডকে ভয় পাই না, কাউকেই না।

তিনি আরো বলেন, ক্রোয়েশিয়া কখনো বিশ্বকাপের ফাইনালে উঠতে পারেনি। এবার ভালো সুযোগ তৈরি হয়েছে। তাই এই সুযোগ কাজে লাগাতে চাই আমরা। এজন্য যা করার সব কিছুই করতে হবে খেলোয়াড়দের।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর