Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাত ঘণ্টা গোল পান না ‘ফরাসিদের বড় ভাই’


১১ জুলাই ২০১৮ ০৪:৪৪

।। স্পোর্টস ডেস্ক ।।

ডিফেন্ডার স্যামুয়েল উমতিতির একমাত্র গোলে বেলজিয়ামকে হারিয়ে ফাইনালে উঠেছে ফ্রান্স, তবে এখনও গোলের খাতা খুলতে পারেননি ফরোয়ার্ড অলিভিয়ের জিরুদ। চেলসির এই তারকা রাশিয়া বিশ্বকাপে ছয়টি ম্যাচ খেললেও এখনও অন-টার্গেটে শটই নিতে পারেননি।

বাজে এক রেকর্ডের বুকেও নাম লিখিয়েছেন জিরুদ। বিশ্বকাপের এক আসরে সাত ঘণ্টার বেশি খেলে গোলের দেখা পাননি তিনি। অথচ, তারুণ্যনির্ভর ফ্রান্স স্কোয়াডে অভিজ্ঞতার কারণে জায়গা পেয়েছেন জিরুদ। তাকে বলা হচ্ছে এই বিশ্বকাপে ‘ফরাসিদের বড় ভাই’।

চলমান বিশ্বকাপে একমাত্র অস্ট্রেলিয়ার বিপক্ষে ছাড়া আর সব ম্যাচেই ফ্রান্সের শুরুর একাদশে ছিলেন জিরুদ। সকারুজদের বিপক্ষে মাঠে নামেন বদলি খেলোয়াড় হিসেবে। এই বিশ্বকাপে ১৩টি শট নিলেও প্রতিটি ছিল অফ-টার্গেটে। বেলজিয়ামের বিপক্ষেও একাধিক শট নিয়েছেন, কোনোটাই কাজে লাগেনি। হয় বেলজিয়ামের গোল পোস্টের বাইরে দিয়ে মেরেছেন, নয়তো বল পাঠিয়েছেন আকাশে। কোনো কোনো বার বল ফিনিশিংয়েও ব্যর্থ হন জিরুদ।

বিশ্বকাপের বাছাইপর্বে ৮ ম্যাচ খেলে জিরুদ করেছেন চারটি গোল, সতীর্থদের দিয়ে করিয়েছেন একটি গোল। তবে, রাশিয়ার বিশ্বমঞ্চে জিরুদ কোনো গোল না করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন মাত্র একটি গোল।

৩১ বছর বয়সী এই তারকা স্ট্রাইকার দেশের জার্সিতে ৮০ ম্যাচ খেলে করেছেন ৩১ গোল। ফরাসিদের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় যা আছে চতুর্থস্থানে। ৫১ গোল করে এই তালিকায় শীর্ষে থিয়েরি অঁরি, ৪১ গোল করে দুইয়ে মিশেল প্লাতিনি, ৩৪ গোল করে তিনে ডেভিড তেরেজেগুয়েত আর ৩১ গোল করে এই তালিকায় চারে জিরুদ এবং জিনেদিন জিদান।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর