Sunday 26 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রস্তাব পেলে মনে হয় না কেউ ফিরিয়ে দিবে— টেস্ট নেতৃত্ব প্রসঙ্গে লিটন

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৬ অক্টোবর ২০২৫ ১৮:৫০

বাংলাদেশের টেস্ট অধিনায়কের চেয়ারটা এই মুহূর্তে ফাঁকা। কদিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানান পরবর্তী টেস্ট অধিনায়ক নির্বাচনে জাতীয় দলের কয়েকজন সিনিয়র ক্রিকেটারের সঙ্গে কথা বলবে বোর্ড। জানা যাচ্ছে, এই কয়েক জনের মধ্যে লিটন দাসও আছেন।

তালিকায় সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক সৌরভ, ওয়ানডে অধিনায়ক মেহেদি হাসান মিরাজ, টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস ও সদ্য সাবেক টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্তর নাম আছে। শোনা যাচ্ছে, শান্ত আর ফিরতে চান না অধিনায়কত্বে। তেমনটা হলে বাকি কয়েকজনের মধ্য থেকেই একজনকে বেছে নিতে হবে বিসিবিকে।

বিজ্ঞাপন

কদিন আগে মেহেদি হাসান মিরাজ জানিয়েছিলেন, বোর্ড চাইলে তিনি রাজি। লিটন দাস ইঙ্গিতে বুঝালেন তিনিও রাজি। লিটন বলেছেন, টেস্ট দলের নেতৃত্বের প্রস্তাব এলে কেউই না করবে বলে তার মনে হয় না।

আগামীকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি খেলতে নামবে বাংলাদেশ। আজ রোববার (২৬ অক্টোবর) সংবাদ সম্মেলনে এসেছিলেন বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস। প্রসঙ্গটা উঠল সেখানেই।

এই প্রসঙ্গে লিটন বলেন, ‘খুব কঠিন ভাইয়া (জবাব দেওয়া)। এখন পর্যন্ত এ বিষয়ে নিয়ে আমি কিছু জানি না। তারা যদি যোগ্য মনে করে, অবশ্যই তারা আমার সঙ্গে কথা বলবে। দেখা যাক, কী সিদ্ধান্ত হয়।’

‘খেলোয়াড় হিসেবে আপনি যখন খেলবেন, টেস্ট ক্রিকেটে অধিনায়কত্ব (আপনার কাছে) অনেক বড় পাওয়া। আমার মনে হয় না কেউ না করবে। কিন্তু তাদের (বিসিবি) পক্ষ থেকে এখনো কিছু বলা হয়নি।’- যোগ করেছেন লিটন।

এর আগে ২০২৩ সালে টেস্ট দলের অধিনায়কত্ব করেছেন লিটন। সাকিব আল হাসানের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছিলেন। পরে তাকে পূর্ণ মেয়াদেই দায়িত্ব দেওয়া হয়। কিন্তু বেশিদিন স্থায়ী হয়নি লিটনের টেস্ট অধিনায়কত্ব। তাকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয় নাজমুল হোসেন শান্তকে। ৮ টেস্ট পর সেই শান্তকেও সরিয়ে দিয়ে নতুন কাউকে খোঁজা হচ্ছে আর লিটন নিজেও তাতে প্রতিদ্বন্দ্বী!

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর