Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্পেশালিস্ট স্কোরারদের বাঁচিয়ে দিচ্ছেন ফরাসি ডিফেন্ডাররা


১১ জুলাই ২০১৮ ০৫:১৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্পোর্টস ডেস্ক ।।

যে দলে গোল করার মতো ফরোয়ার্ডদের অভাব নেই, সেই ফ্রান্সও কী এক দিয়ে ধুঁকছে না? ফাইনালে ওঠা এই ফ্রান্স দলে স্কোর করার মতো স্পেশালিস্ট আছেন অ্যাতলেতিকো মাদ্রিদের তারকা অ্যান্তোনিও গ্রিজম্যান, পিএসজিতে খেলা কাইলিয়ান এমবাপে, বার্সায় খেলা ওসমান দেম্বেলে, চেলসিতে খেলা অলিভেয়ার জিরুদ, ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা পল পগবা কিংবা জুভেন্টাসে খেলা ব্লেইসেস মাতুইদিরা।

ফরাসিদের হয়ে জ্বলে উঠলেও আক্রমণভাগের এই তারকাদের টপকে গেছেন ডিফেন্ডাররা। কাকতালীয়ভাবে হলেও এটাই সত্যি। ১৯৯৮ সালে ফ্রান্সের বিশ্বকাপ জেতার পেছনেও ছিল ডিফেন্ডাররা। সেবার একই আসরে গোল করেছিলেন তিন ডিফেন্ডার, এবারও তিন ডিফেন্ডারের গোলে ফাইনালের টিকিট কেটেছে ফরাসিরা। সেবার গোল করেছিলেন লিজারাজু, ব্লাঙ্ক আর থুরাম।

বিজ্ঞাপন

আর রাশিয়ায় গোলের দেখা পেয়েছেন স্টুটগার্টে খেলা ডিফেন্ডার বেঞ্জামিন পাভার্ড, রিয়াল মাদ্রিদে খেলা রাফায়েল ভারানে এবং বার্সায় খেলা ডিফেন্ডার স্যামুয়েল উমতিতি। সেমি ফাইনালের মতো হাইভোল্টেজ ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে একমাত্র গোলটি করেছেন ডিফেন্ডার উমতিতি। তার গোলেই তৃতীয়বারের মতো ফাইনালের টিকিট কেটেছে ১৯৯৮ বিশ্বকাপ জয়ী ফ্রান্স।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর