Tuesday 16 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩ এলবিডব্লুতে আফিফের হ্যাটট্রিক

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৬ অক্টোবর ২০২৫ ২১:২৬

এলবিডব্লু, এলবিডব্লু আবার এলবিডব্লু, হ্যাটট্রিক! জাতীয় ক্রিকেট লিগে হ্যাটট্রিক করেছেন আফিফ হোসেন ধ্রুব। খুলনা বিভাগের হয়ে বরিশাল বিভাগের শেষ তিন ব্যাটারকে ফিরিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন আফিফ।

রোববার (২৬ অক্টোবর) খুলনা বিভাগীয় স্টেডিয়ামে বরিশালের শামসুল ইসলাম, ইয়াসিন আরাফাত ও রুয়েল মিয়াকে এলবিডব্লিউ করে হ্যাটট্রিক পূর্ণ করেন আফিফ। চলতি জাতীয় ক্রিকেট লিগে এটা প্রথম হ্যাটট্রিক।

সব মিলিয়ে আফিফ আজ উইকেট নিয়েছেন মোট ৬টি। ১০.৫ ওভার বোলিং করে ৩১ রান খরচায় নিয়েছেন ৬ উইকেট। আফিফ পার্ট টাইম স্পিনার হিসেবে পরিচিত হলেও এটা অবশ্য তার ক্যারিয়ার সেরা বোলিং নয়। ২০১৮ সালে রাজশাহীর বিপক্ষে ৬৭ রানে নিয়েছিলেন ৭ উইকেট, এটা তার ক্যারিয়ার সেরা বোলিং।

বিজ্ঞাপন

আফিফের ঘূর্ণিতে বরিশাল গুটিয়ে গেছে ১২৬ রানেই। খুলনার ইনিংস থেমেছিল ৩১৩ রানে। ফলে প্রথম ইনিংসেই ১৮৭ রানের বিশাল লিড পেয়েছে খুলনা। দুর্দান্ত বোলিংয়ের ম্যাচে প্রথম ইনিংসে ব্যাট হাতে অবশ্য সুবিধা করতে পারেননি এই ব্যাটার। গতকাল প্রথম ইনিংসে ফিরেছিলেন শূন্য রানে। সেটাও সেই এলবিডব্লিউয়ের ফাঁদে পরেই!

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর