Sunday 26 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আফগানিস্তান সিরিজের জন্য যুব দল ঘোষণা

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৬ অক্টোবর ২০২৫ ২২:১২

কদিন পর মাঠে গড়াবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ও আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে। আসন্ন সিরিজের জন্য ১৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে অধিনায়ক যথারীতিম আজিজুল হাকিম তামিম।

সহ-অধিনায়কের দায়িত্বে জাওয়াদ আবরার। দলে চমক নেই বললেই চলে। আফগানিস্তানের যুব দল বেশ শক্তিশালী। ফলে বাংলাদেশও বেশ শক্ত দলই গঠন করেছে।

পাঁচ ম্যাচের এই সিরিজটা হবে উত্তরবঙ্গে। ২৮ অক্টোবর ও ৩১ অক্টোবর সিরিজের প্রথম দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে।

সিরিজের পরের তিন ম্যাচ হবে রাজশাহীর বিভাগীয় স্টেডিয়ামে। ৩, ৬ ও ৯ নভেম্বর। ১০ নভেম্বর বাংলাদেশ ছাড়ার কথা রয়েছে আফগানিস্তানের যুবাদের।

বিজ্ঞাপন

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার (সহ-অধিনায়ক), সামিউন বসির রাতুল, দেবাশীষ সরকার দেবা, রিজান হোসান, আল ফাহাদ, স্বাধীন ইসলাম, আবদুল্লাহ, ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিকী আলিন, রিফাত বেগ, সাদ ইসলাম রাজিন, সবুজ, রাফি উজ্জামান রাফি, আবদুর রহিম, ইকবাল হোসাইন ইমন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর