Friday 07 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তুর্কমেনিস্তানের কাছে হেরে ফাইনালের অপেক্ষা বাড়ল বাংলাদেশের

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৬ অক্টোবর ২০২৫ ২১:৫১ | আপডেট: ২৭ অক্টোবর ২০২৫ ০১:৫৪

সেন্ট্রাল এশিয়া ভলিবল অ্যাসোসিয়েশন (কাভা) কাপে দারুণ লড়াই করেও আজ শেষ পর্যন্ত হেরে গেছে স্বাগতিক বাংলাদেশ। রুদ্ধশ্বাস ম্যাচে তুর্কমেনিস্তানের কাছে ৩-২ সেটে হেরে ফাইনালে উঠার অপেক্ষা দীর্ঘ হলো নিপুণদের। অপর দিকে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে তুর্কমেনিস্তান, টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত দলটি।

এর আগে দুই দলই নিজেদের প্রথম তিন ম্যাচে জয় পেয়েছিল। তাই আজকের ম্যাচটা ছিল শীর্ষস্থান ধরে রেখে ফাইনাল নিশ্চিত করার। প্রথম সেটেই দেখা যায় দারুণ প্রতিদ্বন্দ্বিতা। এক পর্যায়ে ২৪-২১ পয়েন্টে এগিয়ে ছিল বাংলাদেশ। কিন্তু শেষ মুহূর্তে ঘুরে দাঁড়িয়ে ২৬-২৪ পয়েন্টে সেট জিতে নেয় তুর্কমেনিস্তান।

বিজ্ঞাপন

দ্বিতীয় সেটে চমৎকারভাবে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। ২৫-১৭ পয়েন্টে জিতে ম্যাচে সমতা ফেরায় বাংলাদেশ। তবে তৃতীয় সেটে আবারও ছন্দ খুঁজে পায় তুর্কমেনিস্তান, ২৫-২১ পয়েন্টে এগিয়ে যায় ২-১ সেটে। পিছিয়ে থেকেও হাল ছাড়েনি বাংলাদেশ। চতুর্থ সেটে লড়াইয়ে ফিরে ২৫-২০ পয়েন্টে জয় তুলে নেয় তারা, ফলে ম্যাচ গড়ায় নির্ধারক পঞ্চম সেটে।

শেষ সেটে উত্তেজনা ছিল চরম। ১৩-১৩ সমতায় থাকার পর শেষ মুহূর্তে ১৬-১৪ পয়েন্টে জয় ছিনিয়ে নেয় তুর্কমেনিস্তান এবং ফাইনালের টিকিট নিশ্চিত করে।

এদিকে বাংলাদেশের ফাইনালে ওঠার আশা এখন নির্ভর করছে টুর্নামেন্টের রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচের ওপর। আগামীকাল আফগানিস্তানের বিপক্ষে সেই ম্যাচটি খেলতে নামবে বাংলাদেশ। কাল জিতলে সরাসরি ফাইনালে যাবে বাংলাদেশ। তবে হারলেও হিসেব-নিকেশে সুযোগ থাকবে ফাইনালে যাওয়ার।

সারাবাংলা/এসএইচএস