Monday 27 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হোপ-পাওয়েল ঝড়ে ওয়েস্ট ইন্ডিজের চ্যালেঞ্জিং স্কোর

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৭ অক্টোবর ২০২৫ ১৯:৪৯ | আপডেট: ২৭ অক্টোবর ২০২৫ ২০:৫০

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে চ্যালেঞ্জিং স্কোর গড়েছে ওয়েস্ট ইন্ডিজ। ভালো শুরুর পর শেষ দিকে দাপুটে ব্যাটিং করেছেন দুই ক্যারিবিয়ান রভম্যান পাওয়েল ও শেই হোপ। যাতে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ।

ইনিংসের শেষ ওভারে তিন ছক্কা হাঁকান ওয়েস্ট ইন্ডিজের রভম্যান পাওয়েল। সব মিলিয়ে তানজিম হাসান সাকিবের ওই ওভার থেকে ২০ রান তোলেন দুই ক্যারিবিয়ান। শেষ পর্যন্ত ২৮ বলে ৪৪ রানে অপরাজিত ছিল ছিলেন পাওয়েল। হোপ অপরাজিত ছিলেন ২৮ বলে ৪৬ রানে।

সোমবার (২৭ অক্টোবর) চট্টগ্রামে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শেই হোপ। এমন সিদ্ধান্তের পেছনে কারণ চট্টগ্রামের পিচ। ঢাকায় ওয়ানডে সিরিজের পিচ পুরোপুরি স্পিনবান্ধব দেখা গেলেও চট্টগ্রামের পিচে ঘাস দেখে গেছে আগের দিন। ম্যাচের দিনও পিচ দেখে ব্যাটিং সহায়কই মনে হয়েছে। ফলে আগে ব্যাটিং নেওয়া যৌক্তিকই।

বিজ্ঞাপন

ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংয়ের শুরুটাও হয়েছে দারুণ। আলিক অ্যাথানেজ আর ব্রেন্ডন কিংয়ের ওপেনিং জুটিতে উঠেছে ৫৯ রান। ২৭ বলে ৪টি চার ১টি ছয়ে ৩৪ রান করা আকিলকে সরাসরি বোল্ড করে এই জুটি ভাঙেন রিশাদ হোসেন।

এরপর শেই হোপকে নিয়ে এগুতে থাকেন ব্রেন্ডন কিং। ১৩ ওভারে এসে জোড়া আঘাত হানেন তাসকিন আহমেদ। পরপর দুই বলে ৩৬ বলে ৩৩ রান করা ব্রেন্ডন কিং ও শূণ্য রান করা রাদারফোর্ডকে ফেরান তাসকিন। তারপর থেকেই হোপ আর রভম্যান পাওয়েলের প্রতিরোধ।

চতুর্থ উইকেটে তাদের ৪৬ রানের অপরাজিত জুটিটা ছিল ৮৩ রানের। ২৮ বলে ৪৪ রান করার পথে পাওয়েল চার মেরেছেন ১টি, আর ছক্কা ৪টি। অপর দিকে হোপ ২৮ বলে ৪৬ রান করার পথে চার হাঁকিয়েছেন ১টি, তিনিও ছক্কা হাঁকান ৪টি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর