Monday 27 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ব্যাটিং ধস

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৭ অক্টোবর ২০২৫ ২০:৪৯ | আপডেট: ২৭ অক্টোবর ২০২৫ ২২:২৯

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে বড্ড বিপদে বাংলাদেশ। আগে ব্যাট করে ১৬৫ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েছে ওয়েস্ট ইন্ডিজ। জবাব দিতে নেমে ৫৭ রানেই পঞ্চম উইকেট হারিয়ে বসেছে বাংলাদেশ।

জবাব দিতে নেমে তানজিদ হাসান তামিম শুরুটা দাপুটে করেছিলেন। কিন্তু নিজে ইনিংস বড় করতে পারেননি, বাংলাদেশের পরবর্তী ব্যাটাররাও যেন আসা-যাওয়ার মিশনে নামলেন!

৯ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৫ উইকেট হারিয়ে ৫৯। জিততে এখনো ৬৬ বলে ১০৭ রান দরকার বাংলাদেশের। কাজটা কঠিনই বটে!

সোমবার (২৭ অক্টোবর) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের ১৬৫ রানের জবাব দিতে নেমে শুরুর দিকে বেশ আশাই দেখাচ্ছিলেন তানজিদ হাসান তামিম। কিন্তু ৪ বলে দুটি চার ১টি ছক্কায় ১৫ রান করা তামিম ফিরেছেন পঞ্চম বলটাও হাঁকাতে গিয়ে।

বিজ্ঞাপন

অধিনায়ক লিটন দাস থিতু হওয়ার চেষ্টা করেও ব্যর্থ। ফিরেছেন ৮ বলে ৫ রান করে। দারুণ ফর্মে থাকা সাইফ হাসান ৭ বলে ৮ রান করে ফিরেছেন ইনিংসের পঞ্চম ওভারে। পাঁচে নামা শামীম হোসেন পাটোয়ারী ৪ বল খেলে ফিরেছেন ১ রান করে। খানিক বাদে নুরুল হাসান সোহানও ফিরলে ৫৭ রানে পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ।

এরপর পেসার তানজিম হাসান সাকিবকে নিয়ে দলকে টানার চেষ্টা করে যাচ্ছেন তাওহিদ হৃদয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর