আফগানিস্তান যুব দলের ২৬৫ রানের জবাব দিতে নেমে ৪৬ ওভার শেষে বাংলাদেশ যুব দলের রান ছিল ৪ উইকেটে ২৩১। সেই সময় দেখা গেল রিজার্ভ আম্পায়ার লাইট মিটার নিয়ে মাঠে প্রবেশ করছেন। পরে দেখা গেল দুই দলের খেলোয়াড়রা হাত মিলিয়ে মাঠ ছাড়লেন!
মূলত বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বনাম আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের মধ্যকার ম্যাচটি যেখানে অনুষ্ঠিত হলো বগুড়ার সেই শহীন চান্দু স্টেডিয়ামে ফ্লাডলাইটের ব্যবস্থা নেই। বাইলজ অনুযায়ী আলোক স্বল্পতায় ডিএলএস ম্যাথডে ৫ রানের জয় পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশ যুব দলের হয়ে দারুণ একটা সেঞ্চুরি করেছেন কালাম সিদ্দিকি।
এই জয়ে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০তে এগিয়ে গেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামেই সিরিজের পরবর্তী ম্যাচ ৩১ অক্টোবর।
মঙ্গলবার (২৮ অক্টোবর) শহীদ চান্দু স্টেডিয়ামে আগে ব্যাটিং করতে নামা আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল বড় সংগ্রহই গড়েছিল। উজাইরুল্লাহ নিয়জাই ১৩৭ বলে ১৬টি চার ১টি ছক্কায় ১৪০ রান করেন। তার সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৬৫ রান তোলে আফগানিস্তানের যুবারা।
বাংলাদেশ যুব দলের হয়ে ইকবাল হোসেন ইমন ১০ ওভারে ৫৭ রান খরচ করে নেন ৫ উইকেট। রিজান হোসেন নেন ২ উইকেট।
জবাব দিতে নেমে বাংলাদেশ যুব দলের শুরুটা ভালো হয়নি। ১৫ রানেই দুই উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। ওপেনার রিফাত বেগ ৩০ বলে ২৬ রান করে ফিরলে ৬০ রানের মাথায় তৃতীয় উইকেট হারায় স্বাগতিকরা।
সেখান থেকে রিজান হোসেনকে নিয়ে কালাম সিদ্দিকির প্রতিরোধ। দলের ১৯৯ রানের মাথায় কালাম সিদ্দিকি যখন আউট হলেন তখন তার নামের পাশে ১০১ রান। ১১৯ বল খেলে ১১টি চারের সাহায্যে এই রান করেন তিনি। এছাড়া রিজান হোসেন ৯৬ বলে ২টি চার ৩টি ছয়ে ৭৫ রান করে অপরাজিত থাকেন।
আগামী যুব বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সিরিজের প্রথম দুই ম্যাচ বগুড়ার চন্দু স্টেডিয়ামে হওয়ার পর সিরিজের বাকি তিন ম্যাচ হবে রাজশাহীতে।