Wednesday 29 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১২ রানে ৫ উইকেট তুলে নিয়ে ম্যাচে ফিরল বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৯ অক্টোবর ২০২৫ ১৯:২৩ | আপডেট: ২৯ অক্টোবর ২০২৫ ২০:০৫

সিরিজে টিকে থাকতে হলে জিততেই হবে, এমন সমীকরণে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়ে বড় বিপদেই পড়েছিল বাংলাদেশ। ১১ ওভারে ১ উইকেট হারিয়েই একশ পেরিয়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে নাসুম আহমেদ, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমানদের দারুণ বোলিংয়ে আবারও ম্যাচে কামব্যাক করেছে বাংলাদেশ।

মাত্র ১২ রানের ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজের ৫ উইকেট তুলে নিয়ে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫ ওভার শেষে  ওয়েস্ট ইন্ডিজের রান ৬ উইকেটে ১১৯।

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। ফলে সিরিজে টিকে থাকতে হলে আজ জিততেই হবে বাংলাদেশকে।

বুধবার (২৯ ডিসেম্বর) চট্টগ্রামে ম্যাচে বাংলাদেশের শুরুটা কিন্তু ভালো হয়েছিল। আগে বোলিং করতে নেমে দ্বিতীয় ওভারেই ব্রেন্ডন কিংকে ফেরান তাসকিন আহমেদ। তারপরই হোপ আর অলিক অ্যাথানেজের প্রতিআক্রমণ। বাংলাদেশের স্পিন, পেস কোনো আক্রমণই থামাতে পারছিল না দুজনকে।

বিজ্ঞাপন

১২তম ওভারে গিয়ে জুটি ভাঙেন নাসুম আহমেদ। শুধু জুটি ভাঙা নয়, পর পর দুই উইকেট তুলে নেন নাসুম। ৩৩ বলে ৫টি চার ৩টি ছয়ে ৫২ রান করে ফেরেন অলিক অ্যাথানেজ। পরের বলে রাদারফোর্ডকে ফেরান নাসুম। ১৩তম ওভারের পঞ্চম বলে দুর্দান্ত খেলতে থাকা শেই হোপকে ফেরান মোস্তাফিজুর রহমান। ফেরার আগে ৩৬ বলে ৩টি করে চার-ছয়ে ৫৫ রান করে ফেরেন হোপ।

ক্যাবিয়ানদের ওপর আরও চাপ বাড়ান রিশাদ হোসেন। ১৫তম ওভারে আক্রমণে এসে তিন বলের ব্যবধানে রভম্যান পাওয়েল (৩) ও জেসন হোল্ডারকে (৪) ফেরান রিশাদ। রোস্টন চেজ ও রোমারিও সেফার্ড তারপর ওয়েস্ট ইন্ডিজকে এগিয়ে নেওয়ার চেষ্টা করে যাচ্ছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর