সিরিজে টিকে থাকার মিশনে ওয়েস্ট ইন্ডিজের ১৪৯ রানের জবাব দিতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। পাওয়ার প্লেতে প্রত্যাশামতো রান তুলতে পারেনি বাংলাদেশের দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম। সাইফ ১১ বল খেলে মাত্র ৫ রান করে ফিরেন। প্রথম ৪ ওভারে বাংলাদেশের রান ছিল মাত্র ১৩!
পরে অবশ্য ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। লিটন দাস কার্যকরী একটা ইনিংস খেলে ফিরেছেন। তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম দারুণ ব্যাট করছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সময়ে ১২ ওভার শেষে বাংলাদেশের রান ২ উইকেটে ৮৩।
আগে ব্যাটিং করে ৯ উইকেট হারিয়ে ১৪৯ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটিতে টিকে থাকতে হলে আজ জিততেই হবে বাংলাদেশকে। সিরিজের প্রথম ম্যাচে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ।
বুধবার (২৯ অক্টোবর) চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের ১৪৯ রানের জবাব দিতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। শুরুর ওভারগুলোতে ওয়েস্ট ইন্ডিজের পেসারদের বিপক্ষে ভুগছিলেন বাংলাদেশের দুই ওপেনার। তানজিদ তামিম টিকে গেলেও সাইফ হাসান ধুঁকতে ধুঁকতে ফিরেছেন ১১ বলে ৫ রান করে।
লিটন দাস তিনে নেমে বাংলাদেশের ইনিংসে গতি আনার চেষ্টা করেন। লিটন অবশ্য বেশিক্ষণ থাকতে পারেননি ক্রিজে। আকিল হোসেনের দুর্দান্ত এক ডেলিভারিতে সরাসরি বোল্ড হওয়ার আগে ১৭ বলে ৪টি চারে করেছেন ২৩ রান। এরপর তাওহিদ হৃদয় বলের সঙ্গে পাল্লা দিয়ে এগুতে পারছেন না।
তবে তানজিদ হাসান তামিম শুরুতে ভুগলেও সেট হওয়ার পর দাপুটে ব্যাট করছেন। ৩২ বলে ১টি চার ৩টি ছক্কায় ৪৪ রানে অপরাজিত আছেন তামিম।