Thursday 30 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ নিয়ে অনিশ্চিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ অক্টোবর ২০২৫ ২০:০২

আউটফিল্ড ভেজা এবং পানি জমার কারণে আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হতে যাওয়া আফগানিস্তান-১৯ বনাম বাংলাদেশ-১৯ দলের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি এখন আবহাওয়ার উপর নির্ভর করছে। বগুড়ায় বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যা থেকে বৃষ্টি হওয়ার কারণে ম্যাচ মাঠে গড়াতে পারবে কি না তা অনিশ্চিত। নির্দিষ্ট সময়ের আগে মাঠ পরিস্কারের চেষ্টা চালিয়ে যাচ্ছে স্টেডিয়াম কর্তৃপক্ষ।

বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল জানান, আগামীকাল শুক্রবারের ওয়ানডে ম্যাচটি হবে কিনা সেটি বৃষ্টি বা আবহাওযার উপর নির্ভর করছে। তবে মাঠের আউটফিল্ড ভেজা। কিছু পানি জমেছে। সেটি নিষ্কাশনের ব্যবস্থাও করা হচ্ছে। উইকেট সংরক্ষণ করায় সেটি ঠিক আছে। বৃহস্পতিবার বিকালে বৃষ্টি কমলেও রোদ না থাকায় মাঠ শুকায়নি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ৯টা থেকে দুই দল ইনডোরে অনুশীলন করেছে। সকালে অনুশীলনে আসে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল, বেলা ১২টায় আসে সফরকারী আফগানিস্তান অনূর্ধ্ব ১৯ দল।

এর আগে, বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে গত মঙ্গলবার সিরিজের প্রথম ম্যাচটা জিতেছে বাংলাদেশ যুব দল। প্রথমে ব্যাট করে আফগানরা ৯ উইকেট হারিয়ে ২৬৫ রান সংগহ করে। জবাবে বাংলাদেশ দলের কালাম সিদ্দিকী এলিনের সেঞ্চুরিতে ভর করে শেষ পর্যন্ত ৪৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৩১ রান সংগ্রহ করার পর আলোস্বল্পতায় ম্যাচ বন্ধ হয়ে যায়। পরে ডিএলএস মেথডে ৫ রানে জিতেছে বাংলাদেশ।

বগুড়ার স্টেডিয়ামে হাজার হাজার দর্শক উপচে পড়ে প্রথম ওয়ানডে ম্যাচে দেখতে। দ্বিতীয় ম্যাচ নিয়েও বগুড়ার দর্শকদের আগ্রহ তুঙ্গে। কিন্তু বৃষ্টির কারণে সেই ম্যাচ মাঠে গড়ায় কিনা তা নিয়েই শঙ্কা।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর