Saturday 10 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গতির রাজা-রাণী মেজবাহ-শিরিন


২৪ ডিসেম্বর ২০১৭ ২০:১৬

স্টাফ করেসপন্ডেন্ট

গতির ট্র্যাকে দেশসেরার আসন অক্ষুণ্ণ রেখেছেন মেজবাহ ও শিরিন আক্তার। জাতীয় অ্যাথলেটিকসে স্প্রিন্টের সবচেয়ে জনপ্রিয় ১০০ মিটারে স্বর্ণ জিতে নিয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর দুই স্প্রিন্টার।

এরই মাধ্যমে পর্দা নামলো এনআরবি কমার্শিয়াল ব্যাংক ৪১তম জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তিন দিন ব্যাপী উৎসবের সমাপ্তি ঘটে গেল।

তিনদিন ব্যাপী এই প্রতিযোগিতায় সমাপনী দিন সহ সর্বমোট ৩৩টি ইভেন্ট শেষ হয়।

১৫টি স্বর্ণ, ২১টি রৌপ্য এবং ১১টি ব্রোঞ্জ সহ মোট ৪৭ পদক নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিযোগিতার পদক তালিকার শীর্ষে থাকে। বাংলাদেশ নৌবাহিনী ১৫টি স্বর্ণ, ৯টি রৌপ্য এবং ৮টি ব্রোঞ্জ সহ মোট ৩২টি পদক নিয়ে দ্বিতীয় অবস্থান পায়। আর ১টি স্বর্ণ, ২টি রৌপ্য এবং ৫টি ব্রোঞ্জ মোট ৮টি পদক নিয়ে তৃতীয় হয় বাংলাদেশ জেল।

গত শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে আইএএএফ এর সহ-সভাপতি এবং এএএ এর সভাপতি জেনারেল দাহলান আল-হামাদ প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন।

সারাবংলা/জেএইচ/এমআরপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর