তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে জিতে আগেই সিরিজ জয় নিশ্চিত করে রেখেছে ওয়েস্ট ইন্ডিজ। হোয়াইটওয়াশ এড়াতে হলে আজ জিততে হবে বাংলাদেশকে। মাঠের ক্রিকেটে ব্যাটিংটা ভালো হলো না স্বাগতিকদের। ওপেনার তানজিদ হাসান তামিম একাই করেছেন ৮৯ রান। তবুও বাংলাদেশ থেমে গেছে ১৫১ রানেই!
তানজিদ তামিম ছাড়া চারে নেমে সাইফ হাসান করেছেন ২৩ রান। এই দুই জনের ইনিংস দুটি বাদ দিলে বাংলাদেশের স্কোর যেন কোনো মোবাইল নাম্বার! বাকি আটজনের একজনও দুই অঙ্কের কোটা পেরুতে পারেননি।
শুক্রবার (৩১ অক্টোবর) টস জিতে আগে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। শুরু থেকেই বাংলাদেশের ইনিংস এগিয়েছে এমন ভাবে যে একপ্রান্ত থেকে দুর্দান্ত ব্যাটিং করছিলেন তানজিদ তামিম, আর অপর প্রান্তে যাওয়া-আসার মিছিল!
২০তম ওভারের শেষ বলে গুটিয়ে যাওয়ার আগে বাংলাদেশ থেমেছে ১৫১ রানে। তানজিদ তামিম ৬২ বলে ৯টি চার ৪টি ছয়ে ৮৯ রান করে আউট হয়েছেন। সাইফ হাসান ২২ বলে ২৩ রান করার পথে ছক্কা মেরেছেন ২টি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে রোমারিও শেফার্ড নিয়েছেন তিন উইকেট।
 
                                     
                         
                         
                        