জাগালো-বেকেনবাওয়ারকে ছোঁয়ার হাতছানি দেশমের সামনে
১১ জুলাই ২০১৮ ১৬:১৬ | আপডেট: ১১ জুলাই ২০১৮ ১৭:০৮
।। স্পোর্টস ডেস্ক ।।
ব্রাজিলের বিশ্বকাপজয়ী খেলোয়াড় ও কোচ মারিও জাগালো, জার্মানির ফ্র্যাঙ্ক বেকেনবাওয়ার আর ফরাসিদের বিশ্বকাপজয়ী অধিনায়ক ও কোচ দিদিয়ের দেশম। প্রথম দুইজনের সঙ্গে শেষেরজনের পার্থক্য কোথায় জানেন? কোচ হিসেবে একটি বিশ্বকাপ জয়ে। আর রাশিয়ার বিশ্বকাপ জিততে পারলেই কিংবদন্তি জাগালো আর বেকেনবাওয়ারকে ছোঁয়ার হাতছানি দেশমের সামনে।
যুক্তরাজ্যের সংবাদমাধ্যম টেলিগ্রাফ জানায়, মারিও জাগালো ১৯৫৮ ও ১৯৬২ বিশ্বকাপ জেতেন। তারপরে ১৯৭০ সালে কোচ হিসাবে কাপ জেতেন। আর ফ্র্যাঙ্ক বেকেনবাওয়ার ১৯৭৪ সালে খেলোয়াড় হিসাবে ও ১৯৯০ সালে কোচ হিসাবে কাপ জেতেন। একই কীর্তি দেশম অর্জন করতে পারেন কি না তা জানা যাবে ১৫ জুলাইয়ের ফাইনাল শেষে।
১৯৯৮ সালে ফরাসিদের বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক ছিলেন দেশম। সেবার ব্রাজিলকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপ পেয়েছিল তারা। পরে দেশমের নেতৃত্বে ২০০৬ সালে ফ্রান্স বিশ্বকাপের ফাইনালে উঠেও ইতালির কাছে হেরে গিয়েছিল।
আর এবারে কোচ হিসেবে নিজের দেশকে ফাইনালে তুলেছেন তিনি। সামনে এবার কেবল জাগালো-বেকেনবাওয়ারকে ছোঁয়ার হাতছানি।
সারাবাংলা/এসবি/জেএইচ