Sunday 02 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হঠাৎ লম্বা ছুটিতে আফিফ

স্পোর্টস করেসপন্ডেন্ট
২ নভেম্বর ২০২৫ ১৯:২৪

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) প্রথম রাউন্ডে বল হাতে ঝলক দেখিয়েছিলেন আফিফ হোসেন ধ্রুব। হ্যাটট্রিকসহ ৮ উইকেট নিয়ে বরিশাল বিভাগকে কাঁপিয়ে দিয়েছিলেন খুলনা বিভাগের এই ক্রিকেটার। তবে পরের ম্যাচেই আফিফকে পাচ্ছে না খুলনা। কারণ ১৫ দিনের লম্বা ছুটি নিয়েছেন এই স্পিনিং অলরাউন্ডার।

জানা গেছে, বাবা হতে চলেছেন আফিফ।  অল্পদিনের মধ্যেই তার স্ত্রীর সন্তান জন্ম দেওয়ার কথা। এই সময়টাতে স্ত্রীর পাশে থাকতে ছুটি নিয়েছেন আফিফ।

ছুটি চেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে ই-মেইলে করেছিলেন আফিফ। বোর্ড পরে সেটা মঞ্জুর করেছে। এনসিএলের চতুর্থ রাউন্ডে গিয়ে আফিফ মাঠে ফিরতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

খুলনার বিভাগীয় স্টেডিয়ামে বরিশালের বিপক্ষে প্রথম ইনিংসে ১০.৫ ওভার বোলিং করে হ্যাটট্রিকসহ একাই ৬ উইকেট নিয়েছিলেন আফিফ। পরে দ্বিতীয় ইনিংসে নেন আরও দুই উইকেট।

সারাবাংলা/এসএইচএস