Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্রোয়েশিয়াকে হারাতে ইংল্যান্ডের ‘রাবার মুরগি’ অস্ত্র?


১১ জুলাই ২০১৮ ১৭:১৪

।। স্পোর্টস ডেস্ক ।।

৫২ বছরের শিরোপা খরা কিনা করছে ইংল্যান্ড! দুর্দান্ত ক্রোয়েশিয়াকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করতে ত্রি লায়ন্সের চেষ্টা কমতি নেই। তাই হ্যারিকেইন-দেলেদের হাতে তুলে দেয়া হয়েছে ‘রাবার মুরগি’ অস্ত্র।

অনুশীলনে ফুটবলারদের হাতে কেন এই অস্ত্র তার ব্যাখ্যা দিয়েছেন দলের কোচ গ্যারেথ সাউথগেট, ‘আমাদের ফিটনেস কোচ ফুটবলারদের অনুশীলন রিফ্রেস করতে ও তাদেরকে উজ্জীবিত রাখতে এই পদ্ধতি করেছে। চাপমুক্ত রেখে কিছু আনন্দঘনমুহূর্ত উপহার দিয়েছে।’

অনুশীলনে ফুটবলারদের চাঙা রাখতেই এমন কৌশল নেয়া হয়েছে বলে জানান। খেলোয়াড়রা একে অপরকে এই রাবার মুরগি নিক্ষেপ করছিলেন একে অপরের দিকে।

এর আগে ডেনমার্ক কোচ রিচার্ড মোলার নেইলসেন ১৯৯২ ইউরো কাপে ফুটবলারদের দিয়ে মিনি গল্ফ খেলিয়েছিলেন। পরের দিন তারা ম্যাচটি জিতে নিয়েছিল। যা রীতিমত আলোচনার বস্তু হয়ে দাঁড়ায়।

এ পদ্ধতিতে খেলোয়াড়দের মন চাঙা থাকলে হয়তো ইংল্যান্ডের ৫২ বছরের শিরোপা খরা ঘুচতে পারে। এমন চাপে এই ধরনের কৌশল নিতেই পারে কোচরা।

সারাবাংলা/জেএইচ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর