বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হয়েছেন করপোরেট ব্যক্তিত্ব ও নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলা। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে মনোনিত পরিচালক হয়েছেন রুবাবা।
আজ সোমবার (৩ নভেম্বর) এই সংক্রান্ত একটি চিঠি বিসিবিকে দিয়েছে এনএসসি। আজ বিসিবির পরিচালক পর্যদের বৈঠক আছে। ধারণা করা হচ্ছে, আজ থেকেই বিসিবিতে যোগ দিবেন রুবাবা।
এই নারী ক্রীড়া সংগঠকের অবশ্য অনেক আগ থেকেই বিসিবির পরিচালক হওয়ার খবর পাওয়া যাচ্ছে। রুবাবা যে প্রতিষ্ঠানে কাজ করতেন সেখানে কিছু আনুষ্ঠানিকতা থাকায় তাৎক্ষণিকভাবে দায়িত্ব বুঝে নেন। এবার আনুষ্ঠানিক ঘোষণার মধ্যমে দায়িত্ব বুঝে নিলেন তিনি।
নিয়ম অনুযায়ী বিসিবিতে এনএসসি মনোনীয়ত কাউন্সিলর থাকেন দুই জন। গত ৬ অক্টোবর বিসিবির নির্বাচনের পর এনএসসি থেকে দুজনকে মনোনয়ক দেওয়া হয়। তাদের একজন ছিলেন ইসফাক আহসান। তার সংযুক্তি নিয়ে বিতর্ক তৈরি হয়।
ব্যবসায়ী ইসফাকের আওয়ামী লীগের কমিটিতে থাকা এবং এমপি নির্বাচন করতে আওয়ামী লীগের কাছ থেকে মনোনয়ন চাওয়ার বিষয়টি প্রকাশ হলে বিতর্ক তৈরি হয়। পরে ইসফাক আহসান ‘পদত্যাগ করেছেন’ বলে উল্লেখ করা হয়। তার জায়গাতেই বিসিবির পরিচালক হলেনর রুবাবা।
রুবাবা বর্তমানে বহুজাতিক প্রতিষ্ঠান ওরাকলের বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন ও এয়ারটেলের শীর্ষ পর্যায়ে কাজ করেছেন।
২০০৯ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাডমিল্টন ফেডারেশনের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। বাংলাদেশ স্পেশাল অলিম্পিকসের বোর্ড সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।