Monday 03 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্রিকেট কনফারেন্স আয়োজনের ঘোষণা বিসিবি সভাপতির

স্পোর্টস করেসপন্ডেন্ট
৩ নভেম্বর ২০২৫ ১৫:১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই বেশ কিছু নতুন উদ্যোগের কথা বলে আসছেন আমিনুল ইসলাম বুলবুল। ক্রিকেট বিকেন্দ্রীকরণের লক্ষ্যে দেশের নানার প্রান্তে ছুটতেও দেখা গেছে তাকে। এবার ক্রিকেট কনফারেন্সের ঘোষণা দিলেন বিসিবি সভাপতি।

দেশের নানান প্রান্তে থাকা ক্রিকেট ব্যক্তিদের একত্র করতে ‘বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স’ এর ঘোষণা দিয়েছেন তিনি।

বিসিবির প্রকাশিত এক ভিডিও বার্তায় এমন ঘোষণা দিতে দেখা গেছে আমিনুল ইসলামকে। তিনি বলেন, ‘বাংলাদেশের ৬৪ জেলায় ক্রিকেট ছড়িয়ে আছে, আটটি বিভাগে ক্রিকেট ছড়িয়ে আছে। এমন সকলকে জানা, বাংলাদেশের ক্রিকেটকে জানা, আমাদের প্রতিটি স্টেকহোল্ডার, যেমন জেলার ক্রিকেট প্রেসিডেন্ট, জেলা ক্রীড়া অফিসার, জেলার ক্রিকেট কোচ, জেলার নারী উদ্যোক্তা, সকলকে এক ছাদের নিচে এনে আমরা জানতে চাইব বাংলাদেশ ক্রিকেটের কী দরকার। আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ড কীভাবে সবাইকে সাহায্য করতে পারব। আমরা সকলে মিলে কীভাবে বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিতে পারব, সকলকে সম্পৃক্ত করতে পারব।’

বিজ্ঞাপন

আগামী ৯ ও ১০ তারিখে ঢাকায় অনুষ্ঠিত হবে ক্রিকেট কনফারেন্স, বলেছেন অমিনুল ইসলাম, ‘দিনশেষে, আমরা সবাই বাংলাদেশে ক্রিকেট খেলব, ক্রিকেট নিয়ে আনন্দ করব। ৯ ও ১০ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স। আশা করব, এই কনফারেন্স আমরা সফল করব এবং এর মাধ্যমে বাংলাদেশের ক্রিকেটকে সমৃদ্ধশালী করব, একে অপরকে জানব এবং এখান থেকে আমাদের নতুন যাত্রা শুরু হবে।’

তিনি বলেন, ‘বাংলাদেশের ক্রিকেটের সংগঠক ছড়িয়ে-ছিটিয়ে আছে। তাদেরকে এক ছাদের নিচে এনে, বাংলাদেশ ক্রিকেটের যে ভিশন, যে মিশন, সকলের সঙ্গে ভাগাভাগি করে আমরা যেন সকলের সেরাটা দিতে পারি, সকলকে জানতে পারি এবং এর মাধ্যমে বাংলাদেশের ক্রিকেটকে কীভাবে সহায়তা করতে পারি, এগিয়ে নিতে পারি, সেই লক্ষ্যেই আমরা বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স করছি।’

ক্রিকেটকে দেশের সকল প্রান্তে ছড়িয়ে দেওয়াই লক্ষ্য, এমনটা বলেছেন বিসিবি সভাপতি, ‘বাংলাদেশ ক্রিকেটের যে উদ্দেশ্য, যে ভিশন, সেটা জানতে চাইলে আমাদেরকে প্রথমেই জানতে হবে জেলায়-উপজেলায় কী ক্রিকেট হচ্ছে। জেলা-উপজেলার কথা শোনার জন্য এবং ঢাকা থেকে আমরা বিসিবি কতটুকু সাহায্য করতে পারছি, এই মুহূর্তে জেলা-উপজেলায় শক্তি কতটা আছে, সেটা জানার পর যে গ্যাপটা থাকবে, তা আমরা পূরণ করব। এর মাধ্যমে আমরা সম্পর্ক স্থাপন করব এবং এর মাধ্যমে আমরা ক্রিকেটকে এগিয়ে নিতে পারব ও সবাই ক্রিকেট নিয়ে আনন্দ করতে পারব।’

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর