Tuesday 04 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লিগ বর্জন করতে চাওয়া ক্লাবগুলোকে বিসিবির পাল্টা হুমকি

স্পোর্টস করেসপন্ডেন্ট
৪ নভেম্বর ২০২৫ ১৩:৫৬

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্যদের নির্বাচন নিয়ে বোর্ড ও ক্লাবগুলোর মধ্যে যে টানাপোড়েন সৃষ্টি হয়েছে সেটা নতুন মাত্রা পেয়েছে। সোমবার ৪৫টি ক্লাব যৌথভাবে বিসিবিকে চিঠি দিয়েছে। তাতে উল্লেখ আছে এই প্রশাসনের অধিনে কোনো প্রতিযোগিতাতেই অংশ নিতে চায় না তারা। এর প্রেক্ষিতে বিসিবি পাল্টা হুমকি দিয়ে জানিয়ে দিয়েছে যে, যেই দল খেলায় অংশ নিবে না তাদের অবনমন ঘটবে।

বিসিবি বরাবর পাঠানো চিঠিতে স্বাক্ষর করেছে প্রিমিয়ার লিগের ৮টি, প্রথম বিভাগের ৮টি, দ্বিতীয় বিভাগর ১২টি এবং তৃতীয় বিভাগের ১৫টি ক্লাব। এই চিঠির প্রেক্ষিতে বিসিবির পক্ষ থেকে পাল্টা অবনমনের কথা বলা হয়েছে।

বিজ্ঞাপন

বিসিবির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে-

* কোনো দল সম্পূর্ণভাবে বা আংশিকভাবে লিগে অংশগ্রহণে ব্যর্থ হলে, কিংবা লিগ শুরু হওয়ার পর প্রতিযোগিতা থেকে নিজেদের প্রত্যাহার করে নিলে, সংশ্লিষ্ট দলটি অবিলম্বে অযোগ্য ঘোষণা ও রেলিগেশনের মুখোমুখি হবে। সেই মৌসুমে দলটির পুনরায় অংশগ্রহণের কোনো অধিকার থাকবে না।

* অযোগ্য ঘোষণার বা প্রত্যাহারের আগে যদি দলটি এক বা একাধিক ম্যাচে অংশ নিয়ে থাকে, তবে সেই সব ম্যাচের পূর্ণ পয়েন্ট প্রতিপক্ষ দলকে প্রদান করা হবে—মূল ফলাফল যাই হোক না কেন।

* দলটি অযোগ্য ঘোষিত হওয়ার পর যেসব দল তাদের বিপক্ষে খেলার সূচিতে ছিল, সেই সব দল স্বয়ংক্রিয়ভাবে ঐ ম্যাচের পূর্ণ পয়েন্ট পাবে।

* লিগ শুরুর আগে যেসব দল আনুষ্ঠানিকভাবে খেলা থেকে নাম প্রত্যাহার করবে, তাদের ক্ষেত্রে এ ধারা প্রযোজ্য নয়।

* কোনো মৌসুমে যদি দুটি বা তার বেশি দল অংশগ্রহণ না করা বা প্রত্যাহারের কারণে অবনমিত হয়, তবে ঐ মৌসুমে ‘রেলিগেশন লিগ’ অনুষ্ঠিত হবে না।

* ২০২৬–২৭ মৌসুমে কত দল উন্নীত হবে, তা নির্ধারণ করবে সিসিডিএম—২০২৫–২৬ মৌসুমে এই ধারার আওতায় কত দল অবনমিত হয়েছে তার ভিত্তিতে।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর