।। স্পোর্টস ডেস্ক ।।
রাশিয়া বিশ্বকাপের প্রথম সেমি ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে ১-০ গোলে জিতে ফাইনালে উঠেছে ফ্রান্স। দলের সেরা তারকাদের একজন পল পগবা। বেলজিয়ামের বিপক্ষে জয় পাওয়া ম্যাচটি থাইল্যান্ডের গুহা থেকে বেরিয়ে আসা ১২ ফুটবলার ও তাদের কোচকে উৎসর্গ করেছেন পগবা।
সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে পগবা থাই শিশু এবং তাদের ২৫ বছর বয়সী কোচের ছবি পোস্ট করেছন। ক্যাপশনে তিনি লিখেছেন, এই জয়টা উৎসর্গ করছি সেই নায়কদের, অভিনন্দন ছেলেরা, তোমরা আসলেই অনেক শক্তিধর।
ফাইনালে ফ্রান্সের বিপক্ষে খেলবে দ্বিতীয় সেমি ফাইনালের জয়ী দল। দ্বিতীয় সেমিতে খেলবে ইংল্যান্ড এবং ক্রোয়েশিয়া। আগামী ১৫ জুলাই মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে ২১তম বিশ্বকাপ ফাইনাল অনুষ্ঠিত হবে। সেই ফাইনাল দেখতে গুহা থেকে বেঁচে ফিরে আসা থাই শিশুদের আমন্ত্রণ জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফানতিনহো।
‘থাম লুয়াং নাং নন’ গুহা থেকে ১২ ফুটবলার ও তাদের কোচকে উদ্ধারের ঘটনায় হাফ ছেড়েছে বিশ্ব। গত ২৩ জুন গুহায় বেড়াতে গিয়ে ১৩ জনের ওই দলটি আটকে পড়ে। ভারী বৃষ্টিপাতের কারণে গুহামুখে পানি জমে এবং ভেতরের অনেক অংশ প্লাবিত হওয়ায় তারা আর বের হতে পারেনি। কিন্তু তাদের উদ্ধারের শ্বাসরুদ্ধর পরিস্থিতি সমগ্র বিশ্বের মানুষকে বিচলিত করে রাখে।
অবশেষে সকল অপেক্ষার অবসান ঘটিয়ে আটকে পড়ার ১৭ দিন পর একে একে বের করে আনা হয় ‘ওয়াইল্ড বোয়ার’ ফুটবল দলের ওই সদস্যদের। এ কাজে ৪০ জন থাই ডুবুরির সঙ্গে আরও ৫০ জন আন্তর্জাতিক ডুবুরি অংশ নেন। গুহা থেকে বের করে আনার পরপরই ওই ১৩ জনকে হেলিকপ্টারে করে চিয়াং রাই প্রাচানুক্রহ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাদের শারীরিক ও মানসিক পরিচর্যা চলছে এবং খুব দ্রুত তারা সেরে উঠছে বলেও জানা গেছে।
সারাবাংলা/এমআরপি