নারী ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন কাঠামো অনুযায়ী নারী ক্রিকেটারদের বেতন ৩৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি দৈনিক ভাতা এবং সফর ভাতাও বৃদ্ধি পেয়েছে যথেষ্ট পরিমাণে।
তবে কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পাওয়া ক্রিকেটারের সংখ্যা কমেছে। আগের বার ১৮জন সুযোগ পেলেও এবার সেটা কমিয়ে করা হয়েছে ১৫ জন। এখন ঘোষণা হলেও বেতন কাঠামো গত জুলাই থেকেই কার্যকর হবে বলে জানানো হয়েছে।
বোর্ড মিটিং শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিব) পরিচালক ও মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নারী ক্রিকেটারদের দৈনিক ভাতা ৫০ ডলার থেকে বাড়িয়ে ৭৫ ডলার করা হয়েছে। সফর ভাতাও ২৫ ডলার থেকে বাড়িয়ে ৫০ ডলার করা হয়েছে। এছাড়া যারা কেন্দ্রীয় চুক্তিতে আছেন, তারা ৩৫ শতাংশ বেতন বৃদ্ধি পাবেন।’
নতুন বেতন কাঠামো অনুযায়ী নারী ক্রিকেটারদের সর্বোচ্চ বেতন হয়েছে ১ লাখ ৬০ হাজার টাকা। আর সর্বনিম্ন বেতন ৮০ হাজার টাকা।
এর আগে ‘এ’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের মাসিক বেতন আগে ছিল ১ লাখ ২০ হাজার টাকা। নতুন করে তার সাথে ৪০ হাজার যুক্ত করে এখন করা হয়েছে ১ লাখ ৬০ হাজার টাকা। ‘বি’ ক্যাটাগরির ক্রিকেটারদের আগে বেতন ছিল ১ লাখ টাকা, এখন সেটা করা হয়েছে ১ লাখ ৩৫ হাজার টাকা। ‘সি’ ক্যাটাগরির বেতন ছিল ৭০ হাজার টাকা, সেটা বাড়িয়ে করা হয়েছে ৯৫ হাজার টাকা। আর ক্যাটাগরি ‘ডি’তে থাকা ক্রিকেটারদের বেতন ছিল ৬০ হাজার টাকা। সেটা বাড়িয়ে করা হয়েছে ৮০ হাজার টাকা।
জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব থাকা ক্রিকেটার বাড়তি ৩০ হাজার ও সহ-অধিনায়ক বাড়তি ২০ হাজার টাকা পাবেন। আর ১৫ ক্রিকেটারের বাইরে থেকে কেউ এসে জাতীয় দলে খেললে সে ‘ডি’ ক্যাটাগরির ক্রিকেটার হিসেবে বিবেচিত হবেন। সেক্ষেত্রে তার বেতন হবে ৮০ হাজার টাকা। জাতীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের বেতন আগের মতো ৩০ হাজারই রাখা হয়েছে।
কেন্দ্রীয় চুক্তিতে ‘এ’ ক্যাটাগরিতে আছেন: নিগারর সুলতানা জ্যোতি, নাহিদা আক্তার ও শারমিন আক্তার সুপ্তা।
‘বি’ ক্যাটাগরিতে আছেন– ফারজানা হক পিংকি, রিতু মনি, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, রাবেয়া খান ও সোবহানা মোস্তারি।
‘সি’ ক্যাটাগরিতে ক্রিকেটার একজনই– স্বর্ণা আক্তার।
‘ডি’ ক্যাটাগরিতে আছেন– সুমাইয়া আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, রুবাইয়া হায়দার ঝিলিক, সানজিদা আক্তার মেঘলা এবং নিশিতা আক্তার নিশি।