আসন্ন ইমার্জিং এশিয়া কাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে নেতৃত্ব দিবেন আকবর আলী।
দলে চমক তরুণ স্বাধীন ইসলাম। অনূর্ধ্ব-১৯ দলে দারুণ পারফর্ম করার পুরস্কার হিসেবে ইমার্জিং এশিয়া কাপের দলে ডাক পেলেন এই তরুণ। দলে আছেন জাওয়াদ আবরার, মেহেরব হোসেন অহীন।
আগামী ১২ নভেম্বর কাতারের দোহায় শুরু হবে ইমার্জিং এশিয়া কাপ। টুর্নামেন্টের ফাইনাল ২৫ নভেম্বর। এবারের টুর্নামেন্ট হবে ৮টি দল নিয়ে।
ইমার্জিং এশিয়া কাপের জন্য বাংলাদেশ দল:
জিসান আলম, হাবিবুর রহমান সোহান, জাওয়াদ আবরার, আরিফুল ইসলাম, আকবর আলী (ক্যাপ্টেন), ইয়াসির আলী চৌধুরী, মাহিদুল ইসলাম ভূঁইয়া, রাকিবুল হাসান, এস এম মেহেরব হোসেন, আবু হায়দার রনি, তোফায়েল আহমেদ, স্বাধীন ইসলাম, রিপন মন্ডল, আব্দুল গাফফার সাকলাইন, মৃত্যুঞ্জয় চৌধুরী।