Tuesday 04 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শান্তকে অধিনায়ক করে বাংলাদেশের টেস্ট দল ঘোষণা

স্পোর্টস করেসপন্ডেন্ট
৪ নভেম্বর ২০২৫ ১৯:৪৬

আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

টেস্ট দলের নেতৃত্ব ছেড়ে দিয়েছিলেন শান্ত। মূলত ওয়ানডে অধিনায়কত্ব হারানো শান্ত শুধুমাত্র টেস্ট অধিনায়ক হিসেবে থাকতে চাননি বলেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন। কদিন আগে আবারও শান্তকে টেস্ট অধিনায়ক ঘোষণা করেছে বিসিবি।

জানা যায়, শান্তকে বুঝিয়ে টেস্ট অধিনায়কের দায়িত্ব চালিয়ে নিতে রাজি করানো হয়েছে বোর্ডের পক্ষ থেকে।

লম্বা সময় পর টেস্ট দলে ফিরেছেন পেসার ইবাদত হোসেন চৌধুরী। দলে ফিরেছেন মাহমুদুল হাসান জয়ও। সর্বশেষ সিরিজ থেকে বাদ পরেছেন মাহিদুল ইসলাম অঙ্কন, এনামুল হক বিজয় ও নাঈম হাসান।

বিজ্ঞাপন

আসন্ন সিরিজে বাংলাদেশের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। ১১ নভেম্বর মাঠে গড়াবে দুই দলের প্রথম টেস্ট। ১৯ নভেম্বর মাঠে গড়াবে টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচটি।

বাংলাদেশ টেস্ট স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম অনিক, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, জাকের আলী অনিক, মেহেদি হাসান মিরাজ,  তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, ইবাদত হোসেন ও হাসান মুরাদ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর