Tuesday 04 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিপিএলের পাঁচ দল চূড়ান্ত

স্পোর্টস করেসপন্ডেন্ট
৫ নভেম্বর ২০২৫ ০০:০৪ | আপডেট: ৫ নভেম্বর ২০২৫ ০১:১৫

সবকিছু ঠিক থাকলে আগামী মাসের মাঝামাঝি সময়ে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)।  আজ ফ্র্যাঞ্চাইজিগুলো চূড়ান্ত করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী বিপিএলের জন্য চূড়ান্ত করা হয়েছে পাঁচটি দলকে।

মঙ্গলবার (৪ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে বিপিএলের গভর্নিং কাউন্সিলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে যাচাই-বাছাইয়ের পর তালিকা প্রকাশ করা হয়েছে।

বসুন্ধরা গ্রুপের নিয়ন্ত্রণাধীন টগি স্পোর্টস রংপুর রাইডার্সের দায়িত্ব পেয়েছে। ট্রায়াঙ্গাল সার্ভিস পেয়েছে চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজি। এছাড়া নাবিল গ্রুপ পেয়েছে রাজশাহী , চ্যাম্পিয়ন্স স্পোর্টস (রিমার্ক হারল্যান) পেয়েছে ঢাকা এবং ক্রিকেট উইথ সামি পেয়েছে সিলেট।

বিজ্ঞাপন

বিসিবির পরিচালক ও বিপিএলের সদস্য সচিব ইফতেখার রহমান বলেছেন, ‘চুলচেরা বিশ্লেষণ করে অর্থনৈতিক স্বচ্ছতা এবং অন্যান্য বিষয় দেখে এই পাঁচটা দল আমরা চূড়ান্ত করতে পেরেছি।’

নিয়ম অনুযায়ী আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে এই পাঁচ দলকে ১০ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি দেখাতে হবে। ব্যাংক গ্যারান্টি দেখা না পেলে সেই দলকে ড্রাফটকে অংশ নিতে দেওয়া হবে না।

সারাবাংলা/এসএইচএস