বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সিনিয়র সহকারী কোচের পদ থেকে পদত্যাগ করেছেন মোহাম্মদ সালাউদ্দিন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন দেশের নামকরা এই কোচ। আসন্ন আয়ারল্যান্ড সিরিজ শেষে কোচের পদ থেকে সড়ে দাড়ানোর কথা উল্লেখ করেছেন তিনি।
বিষয়টি নিশ্চিত করে সালাউদ্দিন বলেন, ‘পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি। বিসিবিতে গিয়ে বাকি আনুষ্ঠানিকতা সারব।’ ঠিক কোন কারণে পদত্যাগ করলেন, এমন প্রশ্নে তিনি বলেন, কাজ করার ভালো পরিবেশ পাচ্ছেন না তিনি।
সালাউদ্দিন বলেন, ‘কোচিং করানোটা আমার উপভোগের একটা জায়গা। মাঠই আমার সব। যদি কোনো কারণে সেটা উপভোগ না করতে পারি, তাহলে সরে যাওয়াই ভালো। আমি আমার দায়িত্বটা আর উপভোগ করছি না।’
শোনা যাচ্ছে, ক্রিকেট বোর্ডের পরিচালক নাজমুল আবেদীন ফাহিমের সঙ্গে বিরোধ সালাউদ্দিনের। কয়েক মাস ধরে নাকি দুজনের মধ্যে কথা বলাও বন্ধ। সম্প্রতি সালাউদ্দিন যে চাপে আছেন সেটা বুঝাই যাচ্ছিল। সেসব কারণেই হয়ত তার পদত্যাগের সিদ্ধান্ত।
অনেকদিন ধরেই বাংলাদেশের ব্যাটিংটা ভালো যাচ্ছে না। টপ অর্ডারের ব্যর্থতা ঘুচলেও মিডল অর্ডারের ব্যর্থতা এখন নিয়মিত। তাতে সবচেয়ে বড় দায়টা চাপছিল সালাউদ্দিনের ওপর। কারণ সিনিয়র সহকারী কোচ হিসেবে নিয়োগ পেলেও পরে ব্যাটিং কোচের দায়িত্বটাও সামলাচ্ছিলেন তিনি।
গত পরশু আয়ারল্যান্ড সিরিজের জন্য মোহাম্মদ আশরাফুলকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। অবশ্য অনেকে মনে করছেন আশরাফুলকে হুট করেই জাতীয় দলের কোচ বানিয়ে দেওয়া ঠিক হয়নি। কারণ কোচিংয়ে তেমন কোনো অভিজ্ঞতা নেই সাবেক এই অধিনায়কের।
বিসিবি থেকে পদত্যাগের পর আবারও ঘরোয়া ক্রিকেটের কোচিংয়ে ফিরতে চান সালাউদ্দিন। আসন্ন বিপিএলই হয়তো কোন দলের কোচ হিসেবে দেখা যাবে তাকে।