মানসিক অবসাদের কারণ দেখিয়ে দেশের ক্রিকেট থেকে বিরতি নিয়েছিলেন জাহানারা আলম। নারী ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক এবার যৌন হয়রানির অভিযোগ তুললেন। নারী দলের সাবেক নির্বাচক ও টিম ম্যানেজার মঞ্জুরুল আলম মঞ্জুর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তিনি। বিষয়টি নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে দেশের ক্রিকেটে।
এক সাক্ষাৎকারে জাহানারা অভিযোগ করেছেন, মঞ্জুরুল তাকে বাজে প্রস্তাব দেন এবং হ্যান্ডশেকের বদলে আপত্তিকরভাবে জড়িয়ে ধরেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) বারবার এসব নিয়ে অভিযোগ দিলেও প্রতিকার পাননি উল্লেখ করে কান্নায় ভেঙে পরেন জাহানারা।
ঘটনার বর্ণনায় জাহানারা বলেন, ‘উনি (মঞ্জুরুল ইসলাম) একদিন আমার কাছে আসলো, আমার কাঁধে হাত রেখে বলতেছে, তর পিরিয়ডের কতদিন চলতেছে। পিরিয়ড শেষ হলে বলিস, আমার দিকটাও তো দেখতে হবে। পিরিয়ড শেষ হলে, যখন ডাকবো চলে আসিস।’ মঞ্জুকে নিয়ে অন্য এক অভিযোগে জাহানারা বলেন, ‘বিশ্বকাপের কিছু ম্যাচে, যখন আমরা লাইনে হ্যান্ডশেক করি, তখন তিনি (মঞ্জুরুল) হ্যান্ডশেক না করে জড়িয়ে ধরতেন।’
বিসিবিতে এসব নিয়ে বারবার অভিযোগ তোলার পরও প্রতিকার পাননি বলেছেন জাহানারা। তিনি বলেন, ‘দেড় বছরে অসংখ্যবার অভিযোগ দিয়েছি। আমাদের যিনি হেড (তৎকালীন বিসিবির নারী উইঙ্গের হেড) নাদেল স্যার, উনাকে বারবার বলেছি। এক-দুই দিন ঠিক হইতো, পরে আবার যা তাই।’
বিষয়টি জানতে সাবেক ক্রিকেটার ও নারী দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জুকে ফোন করা হলেও পাওয়া যায়নি।
বাংলাদেশ জাতীয় নারী দলের হয়ে ৫২টি ওয়ানডে ও ৮৩টি টি-টোয়েন্টি খেলা জাহানারা ২০২৪ সালের ডিসেম্বর থেকে দলের বাহিরে। মানসিক অবসাদের কথা উল্লেখ করে হঠাৎ করেই ক্রিকেট থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্তের কথা জানান জাহানারা। পরে অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট খেলতে দেখা গেছে তাকে। এই মুহূর্তে অস্ট্রেলিয়াতেই আছেন জাহানারা।