বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের প্লেয়ার ড্রাফট চলতি মাসের ১৭ তারিখে। তবে ড্রাফটের আগেই দল গোছানোর কাজে পুরোপুরি নেমে পরেছে দলগুলো। সিলেট টাইটান্স সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে মেহেদি হাসান মিরাজ ও নাসুম আহমেদকে।
সিলেট টাইটান্সের একটি সূত্র নিশ্চিত করেছে বিষয়টি। মেহেদি হাসান মিরাজ আসন্ন আসরে সিলেটকে নেতৃত্ব দিবেন, এমন আলোচনাও হয়েছে।
বিপিএলের গত আসরে খুলনার হয়ে খেলেছিলেন মিরাজ। ব্যাট হাতে ৩৩৫ রান ও বল হাতে ১৩ উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরাও নির্বাচিত হয়েছিলেন। যদিও জাতীয় টি-টোয়েন্টি দলে সেভাবে জায়গা পান না মিরাজ।
তবে নাসুম জাতীয় টি-টোয়েন্টি দলের অনেকটা নিয়মিত সদস্যই। নাসুমও গত বছর খেলেছিলেন খুলনায়। নাসুমও গত বছর উইকেট নিয়েছিলেন ১৩টি। খুলনা এবারের বিপিএলে অংশ নিচ্ছে না। সেখান থেকে নাসুম-মিরাজকে সরাসরি চুক্তিতে দলে ভেড়াল সিলেট।
এদিকে, দল গোছাতে মরিয়া বিপিএলের অন্য দলগুলোও। জানা গেছে, তারকা পেসার তাসকিন আহমেদকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে ঢাকা ক্যাপিটালস। পাকিস্তানের তরুণ ওপেনার শাহিবজাদা ফারহানকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে রাজশাহী রাজশাহী ওয়ারিয়র্স।