।। স্পোর্টস ডেস্ক ।।
ইংল্যান্ডকে হারিয়ে রাশিয়া বিশ্বকাপের ফাইনালে উঠেছে ক্রোয়েশিয়া। অতিরিক্ত সময় শেষে ২-১ গোলে ইংলিশদের হারিয়ে স্বপ্নের ফাইনালে উঠেছে মদ্রিচ-রাকিতিচরা। বিশ্বকাপে প্রথমবার ফাইনালে যাওয়ায় উচ্ছ্বাস শুরু হয়েছে সমর্থকদের মাঝে। এর আগে ১৯৯৮ সালে বিশ্বকাপে সবশেষ সেমিফাইনালে উঠেছিল ক্রোয়েশিয়া। তবে, সেবারের সেই সোনালী প্রজন্ম যা পারেনি, এবার দ্বিতীয় সোনালী প্রজন্ম সেটাই করে দেখিয়েছে।
রোববার (১৫ জুলাই) স্বপ্নের ফাইনালে মাঠে নামবে ক্রোয়েশিয়া। সেই আনন্দে মেতে উঠেছেন দলের সমর্থকরা।
সারাবাংলা/এসএন