জাতীয় নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম সম্প্রতি যৌন হয়রানির অভিযোগ তুলেছেন। জাহানারার অভিযোগ নারী দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে। তারপর থেকে নারী ক্রিকেটারদের অনেকেই নানান অভিযোগ তুলছেন। এসব অভিযোগের প্রেক্ষিতে ৩ সদস্যের কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শনিবার (৮ নভেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটি ঘোষণা করেছে বিসিবি। তিন সদস্যের কমিটির কনভেনর হিসেবে রাখা হয়েছে সাবেক বিচারপতি তারিক উল হাকিমকে। আর সদস্য হিসেবে আছেন বাংলাদেশ নারী ক্রীড়া সমিতির সভাপতি ও সু্প্রিম কার্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা ও বিসিবির পরিচালক রুবাবা দৌলা।
কমিটিকে কত দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে হবে সে বিষয়ে অবশ্য কোনো বার্তা দেওয়া নেই বিজ্ঞপ্তিতে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নারী দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে তাকে কু-প্রস্তাব দেওয়ার অভিযোগ তুলেছেন জাহানারা। বিসিবির কাছে একাধিকবার বিচার চেয়েও প্রতিকার পারননি, এমন অভিযোগ করেছেন জাহানারা। নারী দলের বর্তমান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির বিরুদ্ধে ‘দলীয় সিন্ডিকেট’ গড়ে তোলার অভিযোগও করেছেন।
তারপর থেকেই তোলপাড় চলছে দেশের নারী ক্রিকেটে। কয়েকজন নারী ক্রিকেটার মুখও খুলছেন। জাহানারার পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন অনেকে। তামিম ইকবাল, মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম, তাইজুল ইসলামরা জাহানারার অভিযোগ সত্য হলে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।