Sunday 09 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ বিশ্বকাপ দলের জার্সি উন্মোচন

স্পোর্টস করেসপন্ডেন্ট
৯ নভেম্বর ২০২৫ ১৯:৫৯

সবকিছু ঠিক থাকলে চলতি মাসের ২৮ তারিখে ভারতের মাটিতে শুরু হবে অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপ। যুব হকি বিশ্বকাপের জন্য ইতোমধ্যেই দল ঘোষণা করেছে বাংলাদেশ। আজ হয়ে গেলো বিশ্বকাপ দলের জার্সি উন্মোচন।

জার্সি ‍উন্মোচন আয়োজনে উপস্থিত ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি ও বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। আরও উপস্থিত ছিলেন হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক রিয়াজুল হাসান, হকি দলের প্রধান কোচ সিগফ্রিড আইকম্যান, অধিনায়ক মেহরাব হাসান সামিনসহ অন্যরা।

সভাপতি হাসান মাহমুদ খান বলেছেন তার প্রত্যাশা ভালো পারফর্ম করবে বাংলাদেশ। তিনি বলেন, ‘এটি অনন্য ক্ষণ। আমার দৃঢ় বিশ্বাস আমাদের দল ভালো পারফর্মেন্সের মাধ্যমে দেশের পতাকা আরও উঁচুতে তুলে ধরবে।। শৃঙ্খলা সাফল্যের চাবিকাঠি এবং একটি শৃঙ্খলাবদ্ধ দল সর্বদা জয়লাভ করে। মাঠের খেলায় ১১ জন বনাম ১১ জন লড়াই হয়। প্রতিপক্ষ যারাই হোক, বাংলাদেশ শেষ পর্যন্ত লড়াই করবে এবং ভাল নৈপুণ্য প্রদর্শন করবে, এটিই আমার প্রত্যাশা।

বিজ্ঞাপন

দলের হেড কোচ সিগফ্রিড আইকম্যান বলেন, খেলোয়াড়দের গতি ও বল নিয়ন্ত্রণ নিয়ে কাজ করেছি। আধুনিক হকিতে গতি ও দলগত সম্বন্বয়ের ওপরই সাফল্য নির্ভর করে। আমরা সেটিরই প্রতিফলন রাখতে চাই।

অধিনায়ক মেহরাব হাসান সামিন বলেন, আইকম্যানের মতো বড় কোচের অধীনে অনুশীলনে দলের খেলার ধারায়ও পরিবর্তন হয়েছে। কোনো দলকে সমীহ করছি না, তবে সম্মান করি।

উল্লেখ্য, বিশ্বকাপ খেলতে ১৮ নভেম্বর ভারতে যাবে হকি দল। তার আগে চিলি ও সুইজাল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

২৮ নভেম্বর শুরু হয়ে বিশ্বকাপ চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। বাংলাদেশ বিশ্বকাপ খেলবে ‘এফ’ গ্রুপে। এই গ্রুপের অন্য দলগুলো- অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া ও ফ্রান্স।

জুনিয়র বিশ্বকাপে বাংলাদেশ দল: মাহমুদ হাসান, আশরাফুল হক, মেহরাব হোসেন সামিন, রামিন হোসেন, এনাম শরীফ, মুন্না ইসলাম, রাহিদ হাসান, আজিজার রহমান, সাব্বির হোসেন কনক, দ্বীন ইসলাম, আশরাফুল ইসলাম, মেহেদী হাসান, ইসমাইল হোসেন, আমিরুল ইসলাম, হোজিফা হোসেন, ওবায়দুল হোসেন জয়, তানভীর রহমান, রাকিবুল ইসলাম, আব্দুল্লাহ ও শহীদুর রহমান সাজু।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর