যেভাবে ফাইনালে ফ্রান্স-ক্রোয়েশিয়া
১২ জুলাই ২০১৮ ১১:৫২
।। স্পোর্টস ডেস্ক ।।
মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে দ্বিতীয় সেমি ফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে ক্রোয়েশিয়া। প্রথম সেমি ফাইনালে বেলজিয়ামকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছিল ফ্রান্স। আগামী ১৫ জুলাই বাংলাদেশ সময় রাত ৯টায় লুঝনিকি স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে নামবে ফ্রান্স-ক্রোয়েশিয়া।
তার আগের দিন এই বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো মুখোমুখি হবে সেমিতে হেরে যাওয়া ইংল্যান্ড-বেলজিয়াম। গ্রুপ পর্বেও এই দুটি দেশ মুখোমুখি হয়েছিল। সে ম্যাচে ইংলিশদের ১-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছিল বেলজিয়াম। আগামী ১৪ জুলাই সেইন্ট পিটার্সবুর্গে বাংলাদেশ সময় রাত ১২টায় তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড-বেলজিয়াম।
দ্বিতীয় সেমিতে ম্যাচের পঞ্চম মিনিটেই এগিয়ে যায় ইংল্যান্ড। পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়ায় ১৯৯১ সালে স্বাধীন হওয়া ক্রোয়েশিয়া। দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার পর অতিরিক্ত সময়ের গোলে জয় নিশ্চিত করে ১৯৯৮ সালে প্রথমবার বিশ্বকাপে অংশ নেওয়া দলটি। সেবার চমক দেখিয়েই সেমিতে উঠেছিল ক্রোয়েটরা। ব্রাজিলকে ৩-০ গোলে হারিয়ে ১৯৯৮ বিশ্বকাপ জিতেছিল স্বাগতিক ফ্রান্স। এই ফ্রান্সের কাছে সেবার সেমিতে এগিয়ে গিয়েও হেরেছিল ক্রোয়েশিয়া। ম্যাচের ৪৬ মিনিটে ডেভর সুকারের গোলে লিড নিলেও ম্যাচের ৪৭ ও ৬৯ মিনিটে ফরাসি কিংবদন্তি লিলিয়ান থুরামের জোড়া গোলে হারতে হয় ক্রোয়েটদের। এবার সেই ফ্রান্সের বিপক্ষেই শিরোপার জন্য লড়বে প্রথমবার ফাইনালে উঠা ক্রোয়েশিয়া।
রোড টু ফাইনাল:
গ্রুপ পর্বে দুর্দান্ত ছিল ক্রোয়েশিয়া। নাইজেরিয়াকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপ শুরু করে দলটি। নিজেদের দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনাকে ৩-০ গোলে উড়িয়ে দেওয়ার পর আইসল্যান্ডকে ২-১ ব্যবধানে হারায় ক্রোয়েটরা। শেষ ষোলোতে ডেনমার্ক ও কোয়ার্টার-ফাইনালে স্বাগতিক রাশিয়াকে টাইব্রেকারে হারায় দলটি।
এদিকে, তিউনিসিয়াকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপ শুরু করা ইংল্যান্ড দ্বিতীয় ম্যাচে পানামাকে ৬-১ গোলে উড়িয়ে দেয়। আর শেষ ম্যাচে বেলজিয়ামের কাছে ১-০ গোলে হেরে যায় ইংলিশরা। শেষ ষোলোয় কলম্বিয়াকে টাইব্রেকারে হারানোর পর কোয়ার্টার-ফাইনালে সুইডেনকে ২-০ গোলে হারিয়ে আরেকটি ফাইনালের স্বপ্ন দেখছিল ১৯৬৬ সালের চ্যাম্পিয়নরা। সেটা পূরণ হয়নি। বেলজিয়ামের বিপক্ষে তৃতীয় স্থানের লড়াইয়ে নামতে হবে ইংলিশদের।
সারাবাংলা/এমআরপি