Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেমি ফাইনালে শাহীনের কারিশমা


১২ জুলাই ২০১৮ ১২:১২

।। স্পোর্টস ডেস্ক ।।

২০১৪ বিশ্বকাপে শাহীন নামের এক উট ভবিষ্যদ্বাণী দিলেও তা কার্যকরী ছিল না। রাশিয়া বিশ্বকাপে দেখা গিয়েছে অ্যাকিলিস নামক এক রুশ বিড়ালকে। তার ভবিষ্যদ্বাণী নিয়ে প্রথম দিকে আলোচনা থাকলেও পরে হারিয়ে যায়। কিন্তু আলোচনায় আবারো আরব আমিরাতের ভবিষ্যৎবক্তা উট ‘শাহীন’। কোয়ার্টার ফাইনালে ব্যর্থ শাহীন সেমিতে গিয়ে যে ভবিষ্যদ্বাণী করেছে, তা মিলে গেছে অক্ষরে অক্ষরে।

এবারের আসরে শাহীনের দেয়া বেশ কয়েকটি ভবিষ্যদ্বাণী মিলেছে। কোয়ার্টার ফাইনালের আগে ব্রাজিল ভক্তদের জন্য দুঃসংবাদ জানিয়েছিল উট শাহীন। সেটাই হয়েছে। ২-১ গোলে হেরে দেশের বিমান ধরে ব্রাজিল। চলতি বিশ্বকাপের গ্রুপর্বে তেমন সুবিধা করতে না পারলেও দ্বিতীয় রাউন্ডে আট ম্যাচের মধ্যে ছয়টিতেই সঠিক ভবিষ্যদ্বাণী দিয়েছে এই উট। আর্জেন্টিনা-ফ্রান্স ম্যাচেও ফরাসিদের বেছে নিয়েছিল শাহীন। এমনকি স্পেনকে যে রাশিয়া বিদায় করে দেবে, এই আলোচিত ভবিষ্যদ্বাণীও করেছিল শাহীন।

কোয়ার্টার ফাইনালের চার ম্যাচের একটিতে সঠিক ভবিষ্যদ্বাণী করেছিল শাহীন। ফ্রান্স-উরুগুয়ে ম্যাচে শাহীন বেছে নিয়েছিল উরুগুয়েকে। সেই ম্যাচে উরুগুয়েকে ২-০ গোলে হারায় ফরাসিরা। আর বেলজিয়াম-ব্রাজিল ম্যাচে শাহীন বলেছিল জিতবে বেলজিয়াম। সে ম্যাচে ব্রাজিলকে ২-১ গোলে হারায় বেলজিয়াম। কোয়ার্টার ফাইনালের বাকি দুই ম্যাচে ইংল্যান্ড-সুইডেন আর স্বাগতিক রাশিয়া-ক্রোয়েশিয়ার ম্যাচ নিয়ে তার দেয়া ভবিষ্যদ্বাণীর উল্টোটাই হয়েছে। দুটি ম্যাচে শাহীন জয়ী দল হিসেবে বেছে নিয়েছিল সুইডেন আর রাশিয়াকে। অবশ্য শেষ আটের লড়াইয়ে জয় পেয়েছে ইংল্যান্ড এবং ক্রোয়েশিয়া।

বিজ্ঞাপন

সেমিতে এসে দারুণ কারিশমা দেখালো শাহীন। সেমির দুটি ম্যাচ নিয়ে তার দেওয়া ভবিষ্যদ্বাণী মিলে গেছে। প্রথম সেমিতে শাহীন বেছে নিয়েছিল ফ্রান্সকে। সে ম্যাচে বেলজিয়ামকে ১-০ গোলে হারায় ফরাসিরা। আর দ্বিতীয় সেমিতে শাহীন বলেছিল জিতবে ক্রোয়েশিয়া। তারকায় ভরপুর এই বিশ্বকাপের ফেভারিট ইংল্যান্ড দ্বিতীয় সেমিতে হেরে যায় ২-১ গোলের ব্যবধানে। প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠে ক্রোয়েশিয়া।

কীভাবে ভবিষ্যদ্বাণী করে এই উট:
উটের সামনে দুটি দেশের পতাকা রাখা হয়, বেশ কিছুক্ষণ দুটি পতাকার দিকে তাকিয়ে থেকে যে কোনো একটি পতাকাকে বেছে নেয় শাহীন, বেছে নেওয়া পতাকার দেশটিকে বিজয়ী বলে ধরা হচ্ছে।

ফ্রান্স-বেলজিয়াম ম্যাচের আগে শাহীনের ভবিষ্যদ্বাণী:

ক্রোয়েশিয়া-ইংল্যান্ড ম্যাচের আগে শাহীনের ভবিষ্যদ্বাণী:

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর