অবশেষে ঢাকায় এসে পৌঁছেছেন জাতীয় দলের তারকা ফুটবলার হামজা চৌধুরী। ফ্লাইট মিস করায় প্রায় পাঁচ ঘণ্টা পর ঢাকায় এসে পৌঁছুতে পারলেন ইংলিশ প্রিমিয়ার লিগের দল লেস্টার সিটির মিডফিল্ডার হামজা।
হামজা চৌধুরীর ঢাকায় এসে পৌঁছার কথা ছিল আজ দুপুর ১২টায়। কিন্তু ইংল্যান্ডে বিমানবন্দরে পৌঁছাতে দেরি করে ফ্লাইট মিস করেন তিনি। পরে নিজেই অপর একটি ফ্লাইটের টিকিট কেটে ঢাকা এসেছেন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হামজাকে ফুল দিয়ে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সদস্য ইমতিয়াজ হামিদ। পরে রাজধানীর সোনারগাঁও হোটেলেও তাকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়।
আগামী ১৩ নভেম্বর নেপাল ও ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এই দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে। এই দুই ম্যাচ খেলতেই ঢাকায় আসা হামজার।
গত ২৫ মার্চ বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় হামজার। এরপর থেকেই বাংলাদেশ ফুটবলের তারকা তিনি। দিনকে দিন হামজার পরিচিত আরও বেড়েছে। এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে পাঁচ ম্যাচ খেলে দুটি গোল করেছেন হামজা, করিয়েছেন একটি।