Tuesday 11 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগে বোলিংয়ে বাংলাদেশ, হাসান মুরাদের অভিষেক

স্পোর্টস করেসপন্ডেন্ট
১১ নভেম্বর ২০২৫ ১০:২১

আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে আগে বোলিং করতে নেমেছে বাংলাদেশ। টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন আইরিশ অধিনায়ক অ্যান্ডি বালবার্নি।

বাংলাদেশের হয়ে আজ অভিষেক হয়েছে বাঁহাতি স্পিনার হাসান মুরাদের। এক আগে বাংলাদেশের হয়ে শুধু টি-টোয়েন্টি খেলেছিলেন। এবার তার টেস্ট অভিষেক হলো। অনেকদিন ধরেই প্রথম শ্রেণির ক্রিকেটে নিয়মিত পারফরমার হাসান মুরাদ। ৩৯ টি প্রথম শ্রেণির ম্যাচে তিনি উইকেট নিয়েছেন ১৬৫টি।

এছাড়া সম্ভাব্য ক্রিকেটাররাই জায়গা পেয়েছেন একাদশে। অধিনায়ক নাজমুল হোসেন শান্তসহ একাদশে ব্যাটার  মুশফিকুর রহিম, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক ও লিটন দাস। একাদশে একমাত্র অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। স্পিন বিভাগে তাইজুল আর মিরাজের সঙ্গে হাসান মুরাদ। আর পেস বিভাগে নাহিদ রানা ও হাসান মাহমুদ।

বিজ্ঞাপন

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন (অধিনায়ক), মাহমুদুল হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, হাসান মুরাদ ও নাহিদ রানা।

আয়ারল্যান্ড একাদশ: অ্যান্ডি বলবার্নি (অধিনায়ক), পল স্টার্লিং, কেড কারমাইকেল, হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্ফার, লোরকান টাকার, জর্ডান নিল, অ্যান্ডি ম্যাকব্রাইন, ব্যারি ম্যাকার্থি, ম্যাথু হামফ্রেস ও ক্রেগ ইয়াং।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর