Tuesday 11 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুই ওভারে দুই উইকেট তুলে নিল বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
১১ নভেম্বর ২০২৫ ১৩:৩৩

আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেট টেস্টের প্রথম সেশনটা বাংলাদেশের হয়নি। দিনের প্রথম ওভারেই উইকেট তুলে নিলেও পরে স্বাগতিক বোলারদের স্বস্তি দেননি আইরিশ ওপেনার পল স্ট্যার্স্টিং। মধ্যাহ্ন বিরতি পর্যন্ত ওই একটা উইকেটই তুলে নিতে পেরেছিল বাংলাদেশ। তবে মধ্যাহ্ন বিরতির পর দৃশ্যপট বদলেছে।

পরপর দুই ওভারে দুই উইকেট তুলে নিয়ে স্বস্তি এনে দিয়েছেন বাংলাদেশি বোলাররা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩০ ওভারে আইরিশদের সংগ্রহ ৩ উইকেটে ১০৩ রান। ৬০ রান করে আউট হয়েছেন স্ট্যার্লিং।

মঙ্গলবার (১১ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। শুরুটা অবশ্য ভালো হয়নি আইরিশদের। হাসান মাহমুদের করা ইনিংসের চতুর্থ বলেই ফিরেছেন আইরিশ ওপেনার আন্দ্রে বালবার্নি।

বিজ্ঞাপন

তবে তারপর তিনে নামা কেড কারমাইকেলকে নিয়ে অপর ওপেনার পল স্ট্যার্লিং দারুণ প্রতিরোধ গড়ে তোলেন। স্বভাবত আক্রমণাত্মক ব্যাটিং করে গেছেন স্ট্যার্লিং। অবশ্য আইরিশ হার্ড হিডার ওপেনারের ইনিংসে বাংলাদেশি ফিল্ডারদের ‘অবদানও’ অনেক! শুরুর দিকে বারবার ক্যাচ ছেড়েছেন বাংলাদেশি ফিল্ডাররা।

১ উইকেটে ৯৪ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে যায় আয়ারল্যান্ড। বিরতি থেকে ফিরেই বাংলাদেশের জোড়া আঘাত। মধ্যাহ্ন বিরতির পরের ওভারেই নাহিদ রানার বলে স্লিপে সাদমান ইসলামের ক্যাচ হন স্ট্যার্লিং। ফেরার আগে ৭৬ বলে ৯টি চারের সাহায্যে করেছেন ৬০ রান।

পরের ওভারে হ্যারি ট্যাক্টরকে ফিরিয়েছেন মেহেদি হাসান মিরাজ। ৩ বলে ১ রান করা ট্যাক্টরকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন মিরাজ।

বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন (অধিনায়ক), মাহমুদুল হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, হাসান মুরাদ ও নাহিদ রানা।

আয়ারল্যান্ড একাদশ: অ্যান্ডি বলবার্নি (অধিনায়ক), পল স্টার্লিং, কেড কারমাইকেল, হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্ফার, লোরকান টাকার, জর্ডান নিল, অ্যান্ডি ম্যাকব্রাইন, ব্যারি ম্যাকার্থি, ম্যাথু হামফ্রেস ও ক্রেগ ইয়াং।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর