অনূর্ধ্ব-২০ দলের দায়িত্ব পাচ্ছেন না সাম্পাওলি
১২ জুলাই ২০১৮ ১৩:৩২
।। স্পোর্টস ডেস্ক ।।
একদিন আগেই জানা গিয়েছিল, আর্জেন্টিনার অনূর্ধ্ব-২০ দলের কোচ হতে যাচ্ছেন জর্জ সাম্পাওলি। কিন্তু, ২৪ ঘণ্টা না পেরুতেই নতুন খবর, বয়সভিত্তিক দলটির কোচের পদেও থাকছেন না রাশিয়া বিশ্বকাপে ব্যর্থ আর্জেন্টিনার কোচ সাম্পাওলি। অনূর্ধ্ব-২০ দলের কোচের দায়িত্ব পাচ্ছেন লিওনেল স্কালোনি।
৩২ বছরের শিরোপা খরা কাটাতে রাশিয়ায় পা দিয়েছিল আর্জেন্টিনা। কিন্তু বিশ্বকাপের প্রথম ম্যাচে আইসল্যান্ডের সঙ্গে ড্র করে মেসি-আগুয়েরোরা। এরপর ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরে নিজেদের তৃতীয় ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে জিতেছিল আর্জেন্টিনা। কিন্তু শেষ ষোলোর ম্যাচে ফ্রান্সের বিপক্ষে ৪-৩ গোলে পরাজিত হয়ে শিরোপার স্বপ্ন জলাঞ্জলি দিয়ে দেশে ফিরতে হয় মেসিদের। এরপরই নিশ্চিত হয় ছাঁটাই হচ্ছেন সাম্পাওলি।
আর্জেন্টিনার ফুটবল সংস্থা এএফএ সাম্পাওলির বিষয়ে সিদ্ধান্ত নেয়ার বিষয়টি জুলাই পর্যন্ত স্থগিত করেছে। তবে, জানানো হয়েছিল জাতীয় দলের পর তাকে অনূর্ধ্ব-২০ দলের দায়িত্ব দেয়া হবে এবং আসন্ন এল’আলকুদিয়া টুর্নামেন্টে তত্ত্বাবধান করবেন সাম্পাওলি। সেই টুর্নামেন্টে অনূর্ধ্ব-২০ দলের পারফরম্যান্সের উপর ভিত্তি করে নির্ধারিত হবে সাম্পাওলির ভবিষ্যত।
কিন্তু, আর্জেন্টিনা ফুটবল সংস্থার সেই সিদ্ধান্ত আবারো বদলে গেছে। জুলাইয়ের শেষের দিকে ফেডারেশনের পরবর্তী নির্বাহী কমিটির সভায় সাম্পাওলির ভবিষ্যত নির্ধারণ করা হবে। তার আগে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলের দায়িত্ব পাবেন স্কালোনি। তার সহকারী হিসেবে রাখা হয়েছে সেবাস্তিয়ানকে। স্কালোনি আগে থেকেই ইয়ুথ টিমের সঙ্গে কাজ করে আসছিলেন।
৪০ বছর বয়সী স্কালোনি খেলোয়াড়ি জীবনে দেপোরতিভো লা করুনা, ওয়েস্ট হ্যাম, ল্যাজিও, আটলান্টার হয়ে খেলেছেন। ক্লাব ক্যারিয়ারে খেলেছেন ৩৮৭ ম্যাচ, জাতীয় দলের জার্সিতে খেলেছেন মাত্র ৭টি ম্যাচ। ২০১৭ সালে তাকে আর্জেন্টিনার সহকারী কোচের দায়িত্ব দেওয়া হয়েছিল।
সারাবাংলা/এমআরপি